উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: প্রতিবারের মত এইবার ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে ৯ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রােগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এর স্বারক নং পপঅ/সিসিএসডিপি/ppv-প্ৰশা২৮২/২০১৮/৬৮৮/১(৬০) তারিখঃ ২১/০৬/২০২১খ্রিঃ মোতাবেক বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ইউনিট ভিত্তিক কাজ নাই ভাতা নাই ভিত্তিতে paid peer volunteer নিয়ােগের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্দিষ্ট ইউনিটের স্থায়ী বাসিন্দাদের নিকট নিম্নোক্ত শর্ত স্বাপেক্ষে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব নিয়ােগ বাছাই কমিটি সারিয়াকান্দি, বগুড়া বরাবরে নিম্নে উল্লেখিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
জব হাইলাইট
প্রতিষ্ঠানের নাম: | উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ১ টি |
লোক সংখ্যা: | ৯ জন |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি |
গ্রেড: | — |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ২৫-৫-২০২২ তারিখ |
আবেদনের মাধ্যম: | অফলাইন |
আবেদনের ঠিকানা: | বিজ্ঞপ্তিতে দেখুন |
অফিসিয়াল ওয়েবসাইট: | — |
জব ডিটেলইস:
পদের নাম: Paid peer Volunteer
পদ সংখ্যা: ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বেতন স্কেল: বিজ্ঞপ্তিতে দেখুন।
বয়স: ১৮-৩০ বছর।
আবেদনের নিয়ম: বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদনের শেষ সময়: ২৫-৫-২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
পুরোনো বিজ্ঞপ্তি
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
০১.উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তে নিয়ােগ প্রাপ্তদের দায়িত্ব ও কর্তব্যঃ (ক) সংশ্লিষ্ট পরিবার কল্যাণ সহকারী কর্তৃক দায়িত্প্রান্ত এলাকার বাড়ী পরিদর্শন, ফাউন্সেলিং/মােটিভেশন প্রদান। (খ) স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহন ইচ্ছুকদের নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা। (গ) নব বিবাহিত দম্পতিদের তথ্য সংগ্রহ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিছ ফাউন্সেলিং। (ঘ) স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহনকারীদের নিয়মিত ফলােআপ ও জটিলতার জন্য চিকিৎসকের নিকট প্রেরণ। (ঙ) গর্ভবতীদের তালিকা সংগ্রহ, হালনাগাদ করা, গর্ভকালীন সেবার জন্য রেফার কন্যা ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতির জন্য | উদ্বুদ্ধকরণ।
(চ) কর্ম এলাকায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর সমন্বয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত করা। (ছ) ইউনিয়ন পর্যায়ে পাক্ষিক ও মাসিক সভায় অংশ গ্রহন করা। (জ) নির্দিষ্ট ছকে সংশ্লিষ্ট ইউনিটের পরিবার কল্যাণ সহকারীর নিকট রিপাের্ট প্রদান করা। (ঝ) নির্ধারিত কর্ম এলাকায় সপ্তাহে ০৫ (পাঁচ) দিন ফিল্ড ভিজিট ও প্রতিদিন ১৫-২০ জোড়া খুব দম্পতিদের কাউন্সেলিং করা। মাসে সর্বোচ্চ | ২১-২২ দিন ফিন্ড ভিজিট ক্লায়েন্ট রেফার করা। (ঞ) প্রতি মাসে ০১ (এক) দিন ১৫-২০ জোড়া যুব দম্পতিদের নিয়ে উঠান বৈঠক করতে হবে ও হাজিরা নিতে হবে। (ট) বাড়ী পরিদর্শনের দিন ব্যতিরেকে যে কোন দিন ক্লায়েন্ট রেফার করবেন এবং বিধি মােতাবেক রেফারেল ফি প্রাপ্ত হবেন।
০২. আগামী ১৭/০৪/২০২৩ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহিল মুক্তিযােদ্ধাদের পূত্র| কন্যা পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযােগ্য নহে।
০৩, সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র মৌখিক পরিক্ষার সময় প্রদর্শন করতে হবে।
০৪. উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তে নিয়ােগের ক্ষেত্রে সরকারী বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তিতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৫, প্রার্থীর যােগ্যতা যাচাই (ক) বিজ্ঞপ্তিতে উল্লেখিত কর্ম এলাকার/ইউনিটের মহিলা স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত হতে হবে। বিবাহিত এর প্রমান হিসেবে কাবিন নামার/বিবাহ রেজিস্ট্র এর সনদ এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। (খ) নুন্যতম এস,এস,সি পাশ। (গ) শারিরিক ও মানসিকভাবে সুস্বাস্থের অধিকারী (যােগদানের সময় ফিটনেস সার্টিফিকেট দিতে হবে)।
(ঘ) সমাজ কল্যাণ মূলক কাজ করতে আগ্রহী হতে হবে। (ঙ) বয়স অনুর্ধ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধার/মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যার বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। (চ) স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা ও পুষ্টি সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে। (ছ) সন্তষ্ট LARC & PM গ্রহীতাদের অগ্রাধিকার দেয়া হবে। (জ) দুই সন্তানের অধিক সন্তান বিশিষ্ট প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। (ঝ) মুক্তিযােদ্ধা পােষ্যদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। (ঞ) ভবিষ্যতে তথ্যের গড়মিল পাওয়া গেলে নিয়ােগ বাতিল বলে গন্য হবে।
(ঙ) অভিজ্ঞতা (সমাজ কল্যাণ মূলক চাকুরী) সত্যায়িত সনদ পত্র (যদি থাকে)। (চ) আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পূত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ (আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক অবশ্যই উল্লেখ করতে হবে)। (ছ) আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযােদ্ধার সনদপত্র, গেজেট, লাল মুক্তিবার্তা/ ভারতীয় তালিকার হায়ালিপি প্রদান করতে হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
০৭, নির্ধারিত আবেদনপত্র ও প্রবেশ পত্রের ছক উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিয়াকান্দি, বগুড়া হতে সংগ্রহ করতে পারবে। অস্পষ্ট, | ক্রটিপূর্ণ ও অসম্পন্ন ও প্রার্থীর স্বাক্ষর বিহীন আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৮, ১০০ (একশত) শত নম্বরের মৌখিক পরিক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
০৯, আবেদনপত্র প্রেরণের খামের উপর নিজ ইউনিয়ন ও বিশেষ কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ পূর্বক ১০(দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিটযুক্ত ৯.৫০x৪.৫০ ইঞ্চি বিশিষ্ট ফেরত খামযুক্ত করতে হবে।
১০. উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তে নিয়ােগপ্রাপ্তদের Paid Peer Volunteer হিসেবে বছর ভিত্তিক নবায়ন এবং নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে নিয়োেগ প্রাপ্তদের যােগদানের তারিখ হতে ০১ (এক) বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে। (ক) অর্পিত দায়িত্ব পালন এবং কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারবে। (খ) প্রতিমাসে Paid Peer Volunteer গণের কার্যক্রমের অগ্রগতি পর্যালােচনা করা হবে। একাধারে ০৪ (চার) মাস অগ্রগতি সন্তোষজ্জনক | না হলে কর্তৃপক্ষ নিয়ােগ বাতিলের ব্যবস্থা নিবেন।
(গ) স্বেচ্ছায় দায়িত্ব হতে অব্যাহতি নিতে চাইলে কর্তৃপক্ষকে ০১ (এক) মাস পূর্বে অবহিত করতে হবে। (ঘ) অধিদপ্তর হতে সরবরাহকৃত পােশাক পরিধান করে কর্ম এলাকায় কাজ করতে হবে এবং নিজ এলাকায় অবস্থান করতে হবে। (ঙ) পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ Paid Peer Volunteer গণের কার্যক্রম মনিটরিং ও সুপারভিশন করবেন। (চ) নিয়ােগ প্রাপ্তদের ০৬(ছয়) মাসের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।
১১. পরিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিয়াকান্দি,বগুড়া এবং উপজেলা পরিষদ, সারিয়াকান্দি, বগুড়া এর | নােটিশ বাের্ডে পাওয়া যাবে।
১২. আবেদন পত্র মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব, Paid Peer Volunteer নিয়ােগ বাছাই কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিয়াকান্দি,বগুড়া এ আগামী ১৭/০৪/২০২৩খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস চলাকালিন সময়ের মধ্যে (ছুটির দিন ব্যতিত) ডাকযােগে/সরাসরি পৌছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গুইতি হবে না।
১৩, কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই এ নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অন্যান্য চাকরির খবর জানুন…
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – NMST Job Circular 2025
- টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি CJM Job Circular 2025
- ২ জুন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২০২৫ ইং | Saptahik Chakrir Khobor Potrika 2025
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ এর সকল সার্কুলার – Bangladesh bank Job Circular (erecruitment bb) 2025
- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PKSF Job Circular 2023
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২৩, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2023, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।