কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২২ সার্কুলার (১টি পদে ১৭৭ জন)

Rate this post

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২২: প্রতিবারের মত এইবার ও কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে ১৭৭ থেকে বেশি জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: কর্মসংস্থান ব্যাংকের নিম্নোক্ত শূন্যপদে সরাসরি নিয়ােগের উদ্দেশ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে

Karmasangsthan Bank Job Circular 2022

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:কর্মসংস্থান ব্যাংক
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:১ টি।
লোক সংখ্যা:১৭৭ জন।
শিক্ষাগত যোগ্যতা:এইচএসসি
গ্রেড:১৪
আবেদনের শুরুর তারিখ:৫-১-২০২২ তারিখ
আবেদনের শেষ তারিখ:২৫-১-২০২২ তারিখ
আবেদনের মাধ্যম:www.bdjobs.com/kb
অফিসিয়াল ওয়েবসাইট:—–
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর কাজ হল বৈদেশিক কর্মসংস্থানে নিয়োগপ্রাপ্ত কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদান সংক্রান্ত কার্যক্রম তত্বাবধান ও নিয়ন্ত্রন। বাংলাদেশী অভিবাসী কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানে নিয়োগের জন্য বেসরকারী নিয়োগকারী প্রতিষ্ঠান (রিক্রুটিং এজেন্সী) সমূহকে নিয়মিত তত্বাবধান ও নিয়ন্ত্রন করা। কর্মসংস্থান ব্যাংক নিয়োগএ ১ পদ খালি আছে। এই ১ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।

জব ডিটেলস:

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ১৭৭ টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা। বয়স: ১৮-৩০ বছর

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:

  • আবেদন ফিঃ ৩৫৪টাকা
  • বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা www.bdjobs.com/kb এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ও সময়: ২৫-০১-২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২২

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় :

০১। ‘o’ Level ও ‘A’ Level পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।

০২। বয়স (২৫/০৩/২০২০ তারিখে) : (ক) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর; | (খ) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (গ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

০৩। শুধু Bdjobs.com/kb এই ওয়েবসাইটে online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

০৪। আবেদন ফি ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা (অফেরৎযােগ্য)। অনলাইন সার্ভিস চার্জ ৪/- (চার) টাকা। মােট ৩৫৪/- (তিনশত চুয়ান্ন) টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ লিমিটেড” এর মাধ্যমে প্রদান করতে হবে।

০৫। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনাে কাগজপত্র প্রেরণ করতে হবে না। এম.সি.কিউ, লিখিত ও স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে বর্ণিত তথ্যাবলির সমর্থনে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/১ম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত সনদপত্র/কাগজপত্রের অনুলিপি আহ্বান করা হবে। দাখিলকৃত সনদপত্র/কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে:

(ক) ০৪ কপি রঙ্গিন পাসপাের্ট সাইজ ছবি;

(খ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant’s copy;

(গ) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র;

(ঘ) কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ০৬ (ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র;

(ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;

(চ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযােদ্ধা সন্তানের পিতা/মাতা অথবা | পিতা/মাতার পিতা/মাতা-এর মুক্তিযােদ্ধা সনদপত্র;

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২১

(ছ) প্রার্থীর সাথে মুক্তিযােদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

(জ) এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ঝ) প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ঞ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা আনসার অ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ট) উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং

(ঠ) এম.সি.কিউ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।

০৬। প্রার্থীদের এম.সি.কিউ, লিখিত, স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

০৭। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

০৮। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

০৯। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলি :

(ক) প্রার্থীদেরকে www.bdjobs.com/kb এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। সরাসরি কোনাে আবেদনপত্র গ্রহণ করা হবে না;

(খ) আবেদনের সময়সীমা ০৫.০১.২০২২ (স্থানীয় সময় সকাল – ১০:০০ ঘটিকা) হতে ২৫.০১.২০২২ (স্থানীয় সময় রাত – ১১:৫৯ ঘটিকা);

(গ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ও রঙ্গিন ছবি JPG format এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবি এবং স্বাক্ষর Upload করার সময় লিংকে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী Applicant ID, login ID ছবি এবং স্বাক্ষরসম্বলিত একটি Applicant’s Copy পাবেন। প্রার্থী উক্ত Applicant’s Copy রঙ্গিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।

(ঘ) এমসিকিউ/লিখিত পরীক্ষার সময়, স্থান এবং Admit Card ডাউনলােড সম্পর্কিত তথ্য জাতীয় দৈনিক, কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট ও www.bdjobs.com/kb এ এবং প্রার্থীর মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

১০। আবেদন ফি জমা দেওয়ার নিয়ম : সঠিকভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর Applicant’s Copy – তে প্রদত্ত সময়ের (৭২ ঘন্টা) মধ্যে নগদ লিমিটেড’ এর মাধ্যমে আবেদন ফি বাবদ ৩৫০.০০ (তিনশত পঞ্চাশ) টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ বাবদ ০৪ (চার) টাকা সর্বমােট ৩৫৪.০০ (তিনশত চুয়ান্ন) টাকা প্রদান করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে।

(ক), নগদ APP থেকে ফি প্রদান করার নিয়ম : Nagad App থেকে Billpay বাটনে ক্লিক করুন>KBJOB লিখে search করুন> Job Reference ID টাইপ করে আপনার Mobile Number লিখুন> সকল তথ্য যাচাই করে আপনার ‘নগদ’ পিন টাইপ করুন>ট্যাপ করে ধরে রাখুন। পেমেন্ট শেষে কনফার্মেশন নােটিফিকেশন এবং বিল পে রিসিট রিসিভ করুন।

(খ), নগদ USSD থেকে ফি প্রদান করার নিয়ম : মােবাইল ডায়াল অপশন এ গিয়ে *167# ডায়াল করুন>5(Bill Pay) লিখে সেন্ড করুন> 12(others)লিখে সেন্ড করুন> 1(Biller A/C Number) লিখে সেন্ড করুন> Biller A/C Number (1296) টাইপ করুন> Job Reference Id টাইপ করুন> Mobile Number টাইপ করুন> তথ্য যাচাই করে পিন টাইপ করুন বিল পেমেন্ট শেষে কনফার্মেশন এসএমএস পাবেন।

১১। অসম্পূর্ণ/ভুল তথ্যসম্বলিত দরখাস্ত কোনাে প্রকার যােগাযােগ ব্যতিরেকেই বাতিল বলে বিবেচিত হবে।

১২। চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের পূর্বানুমােদনক্রমে আবেদন করতে পারবেন। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ০৫ নং ক্রমিকে উল্লিখিত শর্ত মােতাবেক দলিলাদি নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।

১৩। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত প্রযােজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।

১৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত/দাখিলকৃত কোনাে তথ্য বা কাগজপত্র অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়ােগ বাতিল করাসহ আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬। কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোনাে । সকল আবেদন বাতিল / গ্রহণ/ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধির অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়ােগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৭। নিয়ােগ সংক্রান্ত যাবতীয় তথ্য Bdjobs.com/kb এবং কর্মসংস্থান ব্যাংকের www.kb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: কর্মসংস্থান ব্যাংক নিয়োগ, কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Karmasangsthan Bank Job Circular 2022

অন্যান্য চাকরির খবর জানুন…

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

কর্মসংস্থান ব্যাংক সম্পর্কে কিছু কথাঃ

কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত অ-তফসিলী (Non-scheduled) ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহিত করার লক্ষ্যে। দেশের ক্রমবর্ধমান বেকার যুবক ও যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ঋণ সহায়তা প্রদানের জন্যে ১৯৯৮ সালে এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।

Leave a Comment