কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Rate this post

কারা অধিদপ্তর নিয়োগ ২০২৩: প্রতিবারের মত এইবার ও কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ২ টি পদে ৩৬৯ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

কারা অধিদপ্তর নিয়োগ ২০২৩: সদর দপ্তর এবং প্রতিরক্ষা গােয়েন্দা মহাপরিদপ্তরসহ আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামাের রাজস্ব খাতভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

PRISON Job Circular 2023

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:কারা অধিদপ্তর
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:২ টি।
লোক সংখ্যা:৩৬৯ জন।
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি
গ্রেড:আলোচনা সাপেক্ষে।
আবেদনের শুরুর তারিখ:১১-৭-২০২৩ তারিখ
আবেদনের শেষ তারিখ:১০-৮-২০২৩ তারিখ।
আবেদনের মাধ্যম:অনলাইন।
আবেদনের ঠিকানা:http://prison.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:http://www.prison.gov.bd/

প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কারা অধিদপ্তর ২ পদ খালি আছে। এই ২টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।

আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

  • বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • ১কপি সত্যায়িত ফটোকপি সাথে থাকা বাঞ্চনীয়
  • আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
  • আবেদনের নিয়ম:  আগ্রহী প্রার্থীরা http://prison.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ তারিখ ও সময়: ১০-৮-২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

    কারা অধিদপ্তর নিয়োগ ২০২৩

    বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

    কারা অধিদপ্তর নিয়োগ
    কারা অধিদপ্তর নিয়োগ

    পুরোনো বিজ্ঞপ্তি

    কারা অধিদপ্তর নিয়োগ

    শর্তাবলীঃ
    ০১। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংগে আনতে হবে (প্রতিটি সার্টিফিকেটের মূল কপির সাথে অতিরিক্ত ১কপি সত্যায়িত ফটোকপি সাথে থাকা বাঞ্চনীয়):
    ক. নমুনা ফরমের অনুকরণে পূরণকৃত আবেদনপত্র।
    খ. শিক্ষাগত যােগ্যতার সনদপত্র।
    গ. স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
    ঘ. জাতীয় পরিচয়পত্র।
    ঙ. ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি।

    ০২। আবেদন প্রক্রিয়াঃ ইমেইল যােগে (ict@prison.gov.bd)
    ৩। সাধারণ নির্দেশনাবলী:
    ক. শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা পরবর্তীতে কোন বিরূপ প্রতিবেদন
    পাওয়া গেলে উক্ত প্রার্থীকে অব্যাহতি/চাকুরিচ্যুত/চাকুরি হতে বরখাস্তকরণসহ প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    ০৪। পরীক্ষার তারিখ ও সময়: sms ও E-mail এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

    পুরোনো বিজ্ঞপ্তি:

    কারা অধিদপ্তর নিয়োগ

    সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের “সাপ্তাহিক চাকরির পত্রিকা” ক্যাটাগরিটি ভিজিট করুন।

    Post Related Things: কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, prison Job Circular 2021

    অন্যান্য চাকরির খবর জানুন…

    প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

    #প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

    Leave a Comment