কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: প্রতিবারের মত এইবার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ৪ টি পদে ৮ জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতে নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে জনবল নিয়ােগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
CU Job Circular 2023
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | কুমিল্লা বিশ্ববিদ্যালয় |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ৪ টি। |
লোক সংখ্যা: | ৮ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতকোত্তর |
গ্রেড: | ৬,৯ |
আবেদনের শুরুর তারিখ: | — |
আবেদনের শেষ তারিখ: | ৬-৪-২০২৩ তারিখ। |
আবেদনের মাধ্যম: | অফলাইন। |
আবেদনের ঠিকানা: | আবেদনপত্র রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা বরাবর আগামী ৬/৪/২০২৩ খ্রি. তারিখের মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) কেবলমাত্র ডাকযােগে পৌছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://www.cou.ac.bd/ |
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ৪ পদ খালি আছে। এই ৪ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:
- আবেদন ফি: ১০০০ টাকা
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা বরাবর আগামী ৬/৪/২০২৩ খ্রি. তারিখের মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) কেবলমাত্র ডাকযােগে পৌছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
আবেদনের শেষ সময়: ৬-৪-২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
শর্তাবলী:
০১। আবেদনপত্র রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা বরাবর আগামী ৬/৪/২০২৩খ্রি. তারিখের মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) কেবলমাত্র ডাকযােগে পৌছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
০২। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cou.ac.bd) থেকে অথবা ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন (সকাল-৯.০০ টা থেকে বিকাল-৫.০০টা) রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। ক্রমিক নং ০২ এবং ০৩ পদের পূর্ণজীবন বৃত্তান্তসহ রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর সাদা কাগজে লিখিত আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
০৩। ক) প্রার্থীদের সকল প্রয়োজনীয় কাগজপএসহ ক্রমিক নং ০১ পদে প্রার্থীদের ০৮ (আট) সেট এবং শ্রমিক ০২ এর ০৩ পদের প্রার্থীদের ০৭ (সাত) সেট আবেদনপত্র জমা দিতেহবে।
খ) সকল পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (যদি থাকে বা প্রযােজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, অন্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সীলযুক্ত) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
(গ) পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সীলযুক্ত) মূল আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
(ঘ) প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাকটিকিট সমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে।
(ঙ) আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যােগ্যতার সকল সাটিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোন তথ্য গােপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পদোন্নতি নীতিমালায় বর্ণিত সুবিধা প্রদান করা হবে না।
০৪। আবেদনকারীকে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১০০০/- (আটশত) টাকা রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর, জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটবাড়ী, কুমিল্লা এর অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড-এর যেকোন শাখা হতে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নং, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে।
০৫। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীর আবেদনপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রার/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর অগ্রায়িত হতে হবে অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত মূল আবেদনপত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল সমেত Forwarded বা অগ্রায়িত শব্দটি লেখা থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন বলে বিবেচিত হবে। কোন পদে নিয়ােগ পাওয়ার পরও প্রার্থীর শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও চাকরি সংক্রান্ত অন্যান্য তথ্যে কোনাে ধরণের অসংগতি/মিথ্যা/ভুল পরিলক্ষিত হলে প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
০৬। মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের পুত্র-কন্যা/প্রতিবন্ধী এবং উপজাতি/আদিবাসী প্রার্থীদেরকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্রসহ আবেদনপত্র দাখিল করতে হবে। মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের পুত্র-কন্যাদের ক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতা/পিতামহ/মাতামহ অনুকূলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
০৭। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং প্রাপ্ত আবেদনপত্র বাছাই ও নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
০৮। প্রত্যেক প্রার্থীকে প্রার্থীত পদের নাম এবং মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের পুত্র-কন্যা/প্রতিবন্ধী এবং উপজাতি/আদিবাসী প্রার্থীর ক্ষেত্রে প্রযােজ্য অংশটি খামের উপরে। | স্পষ্ট করে লিখতে হবে।
০৯। প্রাপ্ত দরখাস্তসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যােগ্য প্রার্থীদেরকে সাক্ষাঙ্কারে ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০। অধিকতর যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যে কোন একটি শর্ত শিথিল করা যেতে পারে।
১১। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল/সংশোধন এবং পদের সংখ্যা বাড়ানাে/কমানাের ক্ষমতা সংরক্ষণ করেন।
পুরোনো বিজ্ঞপ্তি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, CU Job Circular 2023
অন্যান্য চাকরির খবর জানুন…
- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PKSF Job Circular 2023
- বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । Bashundhara Group Job Circular 2023
- বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BGB Job Circular 2023
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩ সার্কুলার – DU Job Circular 2023
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি (ডুয়েট) ২০২৩ । DUET Job Circular 2023
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২৩, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2023, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু কথা:
The Comilla University (Bengali: কুমিল্লা বিশ্ববিদ্যালয়) is a public university located at Kotbari, Cumilla, Bangladesh. The university was constructed on 250 acres (100 ha) of land at Shalban Vihara, Moynamoti. Comilla University is affiliated by University Grants Commission, Bangladesh.
Golam Mowlah is the founder vice-chancellor of Comilla University who served until he was removed on 30 July 2008. Zulfikar Ali, a professor of mathematics, was given the charge as acting vice-chancellor. The next vice-chancellor of Comilla University, A.K.M. Zehadul Karim declared his resignation on 7 October 2009 after major violence in campus.
Vision:
Centre of knowledge for enlightened, creative, and competent human resource
Missions: To meet up its vision, Comilla University sets its missions to—
- Offer a full range of degree programs covering bachelor, masters, doctoral, and professional levels to the wide variety of students across the world to acquire existing knowledge and create new;
- Ensure nationally competitive and internationally acknowledged opportunities to provide the best teaching-learning environment through continually improved curriculum;
- Enhance labs, resources, and other infrastructures to usher a culture of creation and innovation amongst faculty members and students;