পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১ । DGFP Job Circular 2021

Rate this post

Directorate General of Family Planning Job Circular 2021

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএ-এর অর্থায়নে নিম্নেবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে National Consultant (MCH) নিয়ােগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ০১ টি পদে মোট ১ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা ডাকযােগে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

DGFP Job Circular 2021

প্রতিষ্ঠানের নাম: পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:পরিবার পরিকল্পনা অধিদপ্তর
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:১ টি।
লোক সংখ্যা:১ জন।
শিক্ষাগত যোগ্যতা:MBBS
গ্রেড:দেয়া নাই
আবেদনের শুরুর তারিখ:দেয়া নাই
আবেদনের শেষ তারিখ:১৫ জুলাই ২০২১ তারিখ।
আবেদনের মাধ্যম:অফলাইন।
আবেদনের ঠিকানা:পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস),
এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কাওরান বাজার, ঢাকা এর E-mail:jobs.doctormch@gmail.com অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট:www.dgfp.gov.bd

জব ডিটেইলস:

পদের নাম: National Consultant
পদ সংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: ক) সরকার অনুমােদিত বিশ্ববিদ্যালয় MBBS পাশ। খ) Masters in Public Health/Relevant degree ধারী অগ্রাধিকার পাবে। গ) BMDC হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত।
অভিজ্ঞতা: ঘ) মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় কমপক্ষে ১৫ (পনের) বছরের বাস্তব অভিজ্ঞতা। ঙ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়/প্রধান প্রধান উন্নয়ন সহযােগী প্রতিষ্ঠান এবং স্টেকহােল্ডারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। চ) কম্পিউটার দক্ষতা। ছ) ইংরেজি ভাষা বলা ও লিখার পারদর্শিতা।
বেতন স্কেল: ১,৮০,০০০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

আবেদনের নিয়মঃ পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস), এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কাওরান বাজার, ঢাকা এর E-mail:jobs.doctormch@gmail.com অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫-০৭-২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি

শর্তাবলী:

১. আগামী ১৫/০৭/২০২১ খ্রিঃ তারিখের মধ্যে পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস), এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কাওরান বাজার, ঢাকা এর E-mail: jobs.doctormch@gmail.com অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।

২. অসম্পূর্ণ এবং ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে।

৩. সকল সার্টিফিকেটের স্ক্যান কপি (অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ, জাতীয়তা সনদসহ)
অনলাইনে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

৪. সরকারী/আধাসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে স্ব স্ব নিয়ােগকারী কর্তৃপক্ষের
মাধ্যমে আবেদন দাখিল করতে হবে।

৫. আবেদনপত্রে স্পষ্টাক্ষরে (ক) নিজ নাম, (খ) পিতার নাম, (গ) স্বামীর নাম (প্রযােজ্য ক্ষেত্রে), (ঘ) মাতার নাম, (ঙ) বর্তমান ঠিকানা:- গ্রাম, মহল্লা:, ডাকঘর:, ডাকঘরের পােষ্ট কোড নং, উপজেলা, জেলা: (চ) স্থায়ী ঠিকানা: (ছ) শিক্ষাগত যােগ্যতা: (জ) জাতীয়তা: (ঝ) জন্ম তারিখ: (ঞ) ধর্ম:, (ট) অভিজ্ঞতা: (ঠ) বৈবাহিক অবস্থা ও সন্তান সংখ্যা (প্রযােজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।

৬. কেবলমাত্র প্রয়ােজনীয় যােগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য
ডাকা হবে।

৭. প্রার্থীদের সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।

৮. কোনরূপ তদবির প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।

৯. প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন যাতায়াত ভাতা দেয়া হবে না।

১০. এই নিয়ােগের ক্ষেত্রে অনুমােদিত নিয়ােগ বিধি এবং সরকারী নিয়ােগ সংক্রান্ত প্রচলিত
বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

১১. প্রাথমিকভাবে এ নিয়ােগ আগামী ৩১ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ মেয়াদ পর্যন্ত প্রযােজ্য হবে। উক্ত সময়ের পরে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে চাকুরীর সময়সীমা বর্ধিত হবে।

১২. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই এ নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ
বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি

***নিচে আবেদন ফরম দেওয়া হল:

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি

অথবা,

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি

পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাকরির খবর ২০২১

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের “Jobs News” পেজে ভিজিট করুন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর জব সার্কুলার ২০২১

Post Related Things: পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ােগ ২০২১, পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাকরির খবর ২০২১, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জব সার্কুলার ২০২১, Directorate General of Family Planning Job Circular 2021, DGFP Job Circular 2021

অন্যান্য চাকরির খবর জানুন…

পুলিশ সুপারের কার্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

Leave a Comment