বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ ২০২১ সার্কুলার

Rate this post

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ ২০২১: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ২ টি পদে মোট ০৪ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা আবেদন অফলাইনে করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Bangladesh Ordnance Factories Job Circular 2021

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১ম শ্রেণীর পদে ০১ (এক) বছরের জন্য (নবায়নযোগ্য) ০৪টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ সমরাস্ত্র কারখানা।
পদের সংখ্যা:২ টি।
লোক সংখ্যা:৪ জন।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক বা স্নাতকোত্তর।
গ্রেড:৭,৯
আবেদনের শুরুর তারিখ:দেয়া নাই।
আবেদনের শেষ তারিখ:০৫ অক্টোবর ২০২১ তারিখ।
আবেদনের মাধ্যম:অফলাইনে (ডাকযোগে)
আবেদনের ঠিকানা:০৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে সরাসরি/ডাকযােগে কম্যান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, গাজীপুর সেনানিবাস, গাজীপুর-১৭০৩ এর ঠিকানায় প্রেরণ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট:bof.gov.bd
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

BOF Job Circular 2021

জব ডিটেলস:

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) ০৫ বছরের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত ইন্সটিটিউট/বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল (সিএনসি মেশিন পরিচালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে) এবং মেটালার্জিক্যাল বিষয়ে প্রকৌশলে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী। খ) প্রচলিত নিয়মানুসারে চাকুরিতে প্রবেশের সময়সীমা ৩০ বছর (মুক্তিযােদ্ধার সন্তান-৩২ বছর)। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে চাকুরীর বয়সসীমা শিথিলযােগ্য।
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।

পদের নাম: সহকারী প্রকৌশলী(কারিগরি)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত ইন্সটিটিউট/বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল বিষয়ে প্রকৌশলে স্নাতক ডিগ্রী। খ। প্রচলিত নিয়মানুসারে চাকুরিতে প্রবেশের সময়সীমা ৩০ বছর (মুক্তিযােদ্ধার সন্তান- ৩২ বছর)। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে চাকুরীর বয়সসীমা শিথিলযােগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ।
বয়স: ১৮-৩০ বছর।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ ২০২১

আবেদনের নিয়মঃ ০৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে সরাসরি/ডাকযােগে কম্যান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, গাজীপুর সেনানিবাস, গাজীপুর-১৭০৩ এর ঠিকানায় প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫-১০-২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আনুষাঙ্গিক সুবিধাদি: (ক) নিয়ােজিত থাকাকালীন সময়ে পবিত্র ঈদ-উল-ফিতর ঈদ-উল-আযহা উপলক্ষে মাসিক মূল বেতনের সমপরিমানে উৎসব ভাতা;

(খ) দায়িত্ব পালনের কারণে কোথাও যাতায়াত প্রয়ােজন হলে ১ম শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযােজ্য হারে যাতায়াত ও দৈনিক ভাতা ;

(গ) চুক্তিভিত্তিক নিয়ােজিত থাকাকালীন সময়ে স্বপরিবারে বসবাসের জন্য ডিই শ্রেণীর বাসা। তবে সেক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযােজ্য হারে বাসা রক্ষণাবেক্ষণ চার্জ, পানি, বিদ্যুত ও গ্যাস বিল কর্তন যােগ্য হবে;

(ঘ) চুক্তিভিত্তিক নিয়ােজিত থাকাকালীন সময়ে অফিস ও বাসায় সার্বক্ষণিক টেলিফোন সুবিধা ;

(ঙ) বিনামূল্যে নিজ, স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসা সুবিধা ;

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

(১) অভিজ্ঞতা ও বেতনের আলােকে বেতন-ভাতাদি নির্ধারণ করা হবে। চুক্তির মেয়াদ হবে প্রাথমিকভাবে ১ বছর। উভয় পক্ষের সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বর্ধিত করা যাবে।

(২) কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন পক্ষ কর্তৃক এক মাসের নােটিশ অথবা একমাসের নির্ধারিত বেতন প্রদান সাপেক্ষে অত্র চুক্তিভিত্তিক নিয়ােগ বাতিল করা যাবে।

(৩) চুক্তিকালীন সময়ে অবশ্যই বিওএফ আবাসিক এলাকায় বসবাস করতে হবে এবং তিনি উল্লেখিত পদে সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।

(৪) নিয়োগকালীন সময়ে ১ম শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে প্রচলিত সরকারী আচরণ বিধি ও সংশ্লিষ্ট অন্যান্য বিধি সমূহ মেনে চলবেন।

(৫) আগ্রহী প্রার্থীগণকে নিজের পূর্ণ নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মােবাইল নম্বর, জন্ম তারিখ, বয়স, জন্ম স্থান, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যােগ্যতা (পরীক্ষার নাম, বিভাগ/শ্রেণী, বাের্ড, সন ইত্যাদি উল্লেখসহ), অভিজ্ঞতা, জাতীয়তা ও ধর্ম প্রভৃতি উল্লেখপূর্বক কমান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বরাবরে আবেদন করতে হবে।

প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তােলা দুই কপি পাসপাের্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা, চারিত্রিক সনদ এবং ইউনিয়ন/পৌরসভা/করপােরেশন এর চেয়ারম্যান/কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদসহ আবেদনপত্র অবশ্যই ০৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে সরাসরি/ডাকযােগে কম্যান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, গাজীপুর সেনানিবাস, গাজীপুর-১৭০৩ এর ঠিকানায় প্রেরণ করতে হবে।

(৬) নিবাচনী পর্যদের সাথে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের মূল কপি উপস্থাপন করতে হবে। সাক্ষাতের তারিখ ও সময় আপনার প্রদত্ত টেলিফোন/মােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফরম ২০২১

#নিম্নে দেওয়া এই ফরমের মাধ্যমে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ ২০২১ সার্কুলারটি আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ
সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ ২০২১, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Bangladesh Ordnance Factories Job Circular 2021, BOF Job Circular 2021

অন্যান্য চাকরির খবর জানুন…

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

Leave a Comment