সাম্প্রতিক সকল সরকারি চাকরির খবর ২০২৩ | লিস্ট আকারে নিয়োগ বিজ্ঞপ্তি

4.5/5 - (8 votes)

সরকারি চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: এখানে বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সমূহের চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেয়া রয়েছে। আপনাদের সুবিধার্তে আমরা এই লিস্টটি তৈরি করেছি এই লিস্টে আপনারা নিত্যনতুন প্রতিদিনের প্রকাশিত সরকারি চাকরির খবর পাবেন। প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা, পদ সমূহে লোক সংখ্যা, আবেদন শুরুর সময়, আবেদনের শেষ সময় দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। বিস্তারিত দেখুন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা।

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

চলমান সরকারি চাকরির খবর ২০২৩: এই তালিকায় থাকছে, সাম্প্রতিক সকল সরকারি চাকরির খবর যেমন, বাংলাদেশ সরকারের সকল অফিস আদালতে সবসময়ই কিছু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকে যা আপনারা অনেকেই খোঁজ রাখতে পারেন না। তাই, আপনাদের সকলের সুবিধার্থে বর্তমানে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে লিস্ট আকারে দেয়া হল।

সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
শিক্ষাগত যোগ্যতা: পিএসসি থেকে মাস্টার্স ও অন্যান্য।
বয়স:১৮-৪৫ বছর।
আবেদনের মাধ্যম:অনলাইন/ডাকযোগে/হাতে হাতে/কুরিয়ার।
সর্বশেষ আপডেট:৫-৩-২০২৩ ইং

👉 আরও দেখে নিন:

চলমান সকল সরকারি চাকরির খবর ২০২৩

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

👉 নিম্নে আলাদা আলাদা ভাবে অসংখ্য চলমান সরকারি চাকরির খবর সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো বিস্তারিত জানতে চান তাহলে "বিস্তারিত দেখুন" এই লেখাতিতে ক্লিক করুন।

তাহলে, চলুন লিস্ট আকারে সরকারি চাকরি বিজ্ঞপ্তি দেখে নেই।

সরকারি চাকরির লিস্ট

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
লোক সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
আবেদন শুরুর সময় : ১৫-৯-২০২২
আবেদনের শেষ সময় : ০৯-৪-২০২৩
আবেদনের মাধ্যম: অনলাইনে।
বিস্তারিত দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
লোক সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ৯,১২-৩-২০২৩, ১২-৪-২০২৩ তারিখ
আবেদনের মাধ্যম: অফলাইনে।
বিস্তারিত দেখুন

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
লোক সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ৯,৩০-৩-২০২৩, ২৪-৪-২০২৩ তারিখ
আবেদনের মাধ্যম: অনলাইনে।
বিস্তারিত দেখুন

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : ১ টি।
লোক সংখ্যা : ১ জন।
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ১৮,১১-৩-২০২৩ তারিখ।
আবেদনের মাধ্যম: অফলাইনে।
বিস্তারিত দেখুন

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
লোক সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ৬,১৬-৩-২০২৩, ২-৪-২০২৩
আবেদনের মাধ্যম: অনলাইনে/অফলাইনে।
বিস্তারিত দেখুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
লোক সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ২-৪-২০২৩ তারিখ
আবেদনের মাধ্যম: অফলাইন।
বিস্তারিত দেখুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
লোক সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ১২,২১-৩-২০২৩ তারিখ
আবেদনের মাধ্যম: অনলাইনে।
বিস্তারিত দেখুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : ২ টি।
লোক সংখ্যা : ২৪ জন।
আবেদন শুরুর সময় : ২-৩-২০২৩ তারিখ
আবেদনের শেষ সময় : ১৯-৩-২০২৩ তারিখ
আবেদনের মাধ্যম: অনলাইনে।
বিস্তারিত দেখুন

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
লোক সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন।
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ১৬-৩-২০২৩ তারিখ
আবেদনের মাধ্যম: বিজ্ঞপ্তিতে দেখুন।
বিস্তারিত দেখুন

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন
লোক সংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ২৫-৩-২০২৩, ২৫-৪-২০২৩ তারিখ

আবেদনের মাধ্যম: অনলাইনে।
বিস্তারিত দেখুন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

পদ সংখ্যা : ১ টি।
লোক সংখ্যা : ৪১ জন।
আবেদন শুরুর সময় : —
আবেদনের শেষ সময় : ১৪-৩-২০২৩ তারিখ।
আবেদনের মাধ্যম: অফলাইন।
বিস্তারিত দেখুন

নতুন নতুন আরও, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পেতে প্রতিনিয়ত পেইজটি ভিজিট করুন!


📌 সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন। 🔥
👉 আরও ভিজিট করতে পারেন সাম্প্রতিক সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জানতে - "Govtjobscircular.com" 👈

সর্বশেষ প্রকাশিত সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২২

নিম্নে দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করে জেনে নিতে পারেন বাংলাদেশের সাম্প্রতিক কালের নতুন নতুন সকল সরকারি চাকরির খবর ২০২২।

সরকারি চাকরি কি?

একজন যোগ্য ব্যক্তির জন্য সরকারি চাকরি খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেন। উক্ত জরিপ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যে ৪২% পুরুষ এবং ৫৭% নারীরা সরকারি চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন। এজন্য পড়াশোনা শেষ করে বাংলাদেশের অধিকাংশ ছাত্র ছাত্রী সরকারি চাকরির দিকে মনোযোগী হয়ে যায়। 

সরকারি চাকরি এর সুযোগ-সুবিধা কি?

একটি নিশ্চিত জীবন গড়ার জন্য সরকারি চাকরি পেতে সবাই প্রতিযোগিতা করে থাকেন। বর্তমান শিক্ষিত প্রজন্ম তার শিক্ষাজীবন শেষ করতে না করতেই সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেন। সরকারি চাকুরির বেতন স্কেল, লোভনীয় গ্রেডিং সিস্টেম, বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগকৃত প্রার্থীদের শ্রেণীকরণ। অন্যান্য বোনাস ও ধর্মীয় আনুষ্ঠানিক ভাতা ও সুবিধাদি। বাংলাদেশের বর্তমান শিক্ষিত প্রজন্মদের উক্ত একাধিক আকর্ষণীয় সুযোগ-সুবিধাগুলো সরকারি চাকরির প্রতি এত বেশি আগ্রহী করে তুলেছে। 

প্রথম থেকে নবম নাম্বার গ্রেডে যিনি সে প্রথম শ্রেনীর কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার হিসেবে পরিচিত। এদের নিয়োগের সময় সরাসরি সরকারী গেজেট বা বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়। স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায করলে মান মর্যাদা  ও  অন্যান্য দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং একাধিক সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেনীর গেজেটেড অফিসারগণ তুলনামূলকভাবে অন্যান্য  কর্মচারীদের থেকে ভালো অবস্থানে থাকেন।

ক্যাডার এবং নন ক্যাডার চাকরি কি?

এই দুইটির মধ্যে মূল পার্থক্য হল, ক্যাডারগণ বিভিন্ন প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে সহজে যেতে পারেন, কিন্তু নন ক্যাডার গণ তা পারেন না। সহজ কথায় প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত যেতে পারেন। অন্যদিকে নন ক্যাডারদের জন্য বেশির ভাগ পদই ব্লক পোস্টে থাকে।

সরকারি চাকরি পাওয়ার উপায়?

আপনি যদি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন তাহলে চাকুরি আপনাকে খুজবে। মূল কথা হলো আপনাকে সকল বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে । সাধারণ চাকুরির জন্য নির্দিষ্ট সিলেবাস আছে। এই সিলেবাস অনুযায়ী বিভিন্ন বই পড়তে হবে । ভালো চাকরি পাওয়ার জন্য অনার্সে পড়া অবস্থায় প্রস্তুতি শুরু করতে হয় । পড়াশোনা শেষ করে চাকুরির জন্য প্রস্তুত হওয়া হতাশার কারণ । তখন বয়স নিয়ে চিন্তা করে অনেকেই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে । তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত করুন।

*** আরও কিছু জরুরি বিষয় হল:

১। আপনার একটি মানসম্মত সিভি (CV) বা বায়োডাটা থাকতে হবে।

২। আপনার CGPA ভালো থাকতে হবে।

৩। আপনার কনফিডেন্স থাকতে হবে। যা আপনার মনোবল বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে।

৪। আপনার কাজ হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে বা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে কোম্পানি সম্পর্কে ধারনা নিতে হবে।

নিজেকে জানুন:

নিজেকে আপনি যত ভাল জানতে পারবেন ততই জীবনে সফল হতে পারবেন। কারণ আপনি কি চান, নিজের জীবনকে কোন পথে পরিচালিত করতে চান তা আপনিই ভাল জানেন। সে জন্য আপনার চাওয়া পাওয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। নিজের দূর্বল দিক গুলো খুজে বাহির করুন ; ও সেগুলো সমাদানের চেষ্টা করুন।একটা বায়ো ডাটা বানিয়ে রাখুন। সেখানে নিজের নাম, হবি, ভালো গুনগুলো লিখে রাখুন। আর লিখুন আপনি কি কি কাজ জানেন।

ফার্স্ট ইয়ার থেকেই ঠিক করে ফেলুন গ্রাজুয়েট কমপ্লিট করার পর কি করবেন। আপনার ভালো লাগা কাজগুলোকে খুঁজুন। যদি আপনি আপনার এখনকার টিচারের মতোই হতে চান, তাহলে উনি কিভাবে পড়াচ্চেন তা লক্ষ্য করুন। ক্লাসের নোটগুলো ভালো করে রাখুন যাতে ভবিষ্যতে আপনি সেগুলো দেখতে পারেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের সাথে ইংরেজি তে ইন্টারভিউ নিন যাতে করে ভবিষ্যতে আপনি ইন্টারভিউ দিতে ভয় না পান।

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২২, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2022, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

এই পোস্টে কি ধরনের চাকরির খবর পাওয়া যায় ?

এই পোস্টে সাধারনত সরকারি ও বেসরকারি চাকরি, ব্যাংকের চাকরির খবর, এনজিও, প্রাইভেট কোম্পানির চাকরির খবর পাবলিশ করা হয়।

চাকরিগুলোতে আবেদন করার জন্য কত টুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় ?

বেশিরভাগ ক্ষেএে গ্রেড ১-৯ এর জন্য শিক্ষাগত যোগ্যতা PhD/স্নাতকোত্তরস্নাতক/ডিপ্লোমা ডিগ্রীর প্রয়োজন হয়। বাকি সকল গ্রেডের জন্য স্নাতক/ডিপ্লোমা/এইচএসসি/এসএসসি/৮ম পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়।

চাকরিগুলোতে আবেদন করার মাধ্যম কি ?

অনলাইনে/ডাকযোগে/কুরিয়ার যোগে অথবা অফিসে পৌঁছে দিতে হয়।

চাকরিগুলোতে আবেদন এর ফি কত থাকে ?

পদ ও গ্রেড অনুযায়ী আবেদন এর ফি থাকে যেমনঃ ১০০০/৭০০/৫৬০/৪৪৮/৩৬০/২৫৬/১১২/৫৬ টাকা।

চাকরিগুলোর সময়সীমা কতদিন থাকে?

সাধারনত ১মাস/২০ দিন/১৫ দিন/১০ দিন আবেদন করার সময়সীমা থাকে।

Leave a Comment