সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । SBC Job Circular 2021

Rate this post

Sadharan Bima Corporation Job Circular 2021

সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ৫টি পদে মোট ০৫জনকে নিয়োগ দেবে। পদ গুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

SBC Job Circular 2021

পদের নাম : ডেপুটি জেনারেল ম্যানেজার (হিসাবরক্ষণ)
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : সি.এ/এম.বি.এ ডিগ্রি।
বেতন স্কেল : ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
বয়স : ১৮-৪৫ বছর।

পদের নাম : সহকারী জেনারেল ম্যানেজার (হিসাবরক্ষণ)
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : সি.এ/এম.বি.এ ডিগ্রি।
বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা।
বয়স : ১৮-৪৫ বছর।

পদের নাম : সিনিয়র সিস্টেম এনালিস্ট
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা।
বয়স : ১৮-৪৫ বছর।

পদের নাম : প্রোগ্রামার
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বয়স : ১৮-৩৫ বছর।

পদের নাম : এসিস্ট্যান্ট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়স : ১৮-৩০ বছর।

শর্তাবলী

সাধারণ বীমা কর্পোরেশন জব সার্কুলার ২০২১

১) আবেদনপত্রের সাথে নিম্নলিখিত তথ্য সম্বলিত জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবেঃ

(ক) পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে) (খ) পিতার নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (পত্র যােগাযােগের ঠিকানা) (চ) জন্ম তারিখ (ছ) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ ২৬-০১-২০২১ তারিখে প্রার্থীর বয়স (বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়) (জ) জাতীয়তা (ঝ) শিক্ষাগত যোগ্যতা (ঞ) পেশাগত যোগ্যতা (ট) অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) (ঠ) ধর্ম (ড) লিঙ্গ (ঢ) বৈবাহিক অবস্থা (ন) মোেবাইল নম্বর (ত) ই-মেইল ঠিকানা (থ) নাগরিকত্ব (দ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর (যাদের জাতীয় পরিচয়পত্র নেই শুধুমাত্র তাদের ক্ষেত্রেই জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য) (ধ) পে-অর্ডার /ব্যাংক ড্রাফট নম্বর ও তারিখ এবং ইস্যুকারী ব্যাংক ও শাখার নাম (ণ) চাকুরীরত থাকলে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।

সাধারণ বীমা করপোরেশনে চাকরির খবর ২০২১

২) আবেদন পত্রের সাথে যে সমস্ত কাগজপত্র/ডকুমেন্ট দাযিল করতে হবেঃ

(ক) প্রতিটি পদের জন্য রাষ্ট্রায়ত্ত্ব যে কোন তফসিলি ব্যাংকের শাখা হতে সাধারণ বীমা কর্পোরেশনচ এর অনুকূলে ৫০০.০০ (পাঁচশত) টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) (খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত আবেদনকারীর সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ৩ (তিন) কপি ছবি (গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত ও পেশাগত যােগ্যতার সনদের ফটোকপি (ঘ) নিজ জেলার সমর্থনে জাতীয়তা/নাগরিকত্বের মুল সনদপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত) (ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। (চ) অভিজ্ঞতার সনদপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি।

Sadharan Bima Corporation SBC Job Circular 2021

৩) অন্যান্য তথ্য ও নির্দেশনাবলীঃ

(ক) সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আবেদন পত্রের অগ্রিম কপি বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম ব্যতীত আবেদনপত্র কোনক্রমেই গ্রহণ যােগ্য হবে না। (গ) আবেদন পত্রে এবং খামের উপরে আবেদনকারীর নাম, প্রার্থীত পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। (ঘ) নির্ধারিত তারিখের পর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। (ঙ) অসম্পুর্ণ/ক্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

(চ) আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদেরকে নিয়ােগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের জন্য বিবেচনা করা হাবে। (ছ) পরীক্ষা/সাক্ষাতকারে হাজির হওয়ার জন্য কোন টি.এ./ডি.এ. প্রদান করা হবে না। (জ) সরকার কর্তৃক এ বিষয়ে জারিকৃত নীতিমালা/কোটা অনুসরণ করা হবে। (ঝ) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই এ নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন, আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। (ঞ) কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। (ট) আবেদনপত্র ডেপুটি জেনারেল ম্যানেজার,মানব সম্পদ বিভাগ (৮ম তলা), সাধারণ বীমা কর্পোরেশন, প্রধান কার্যালয়, ৩৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ এর বরাবরে অবশ্যই ডাকযােগে আগামী ২৩-০২-২০২১ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

আবেদনের নিয়ম: সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে http://sbc.teletalk.com.bd ওয়েবসাইটে সাধারণ বীমা কর্পোরেশন চাকরির অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদনের প্রক্রিয়া : আবেদনপত্র ডেপুটি জেনারেল ম্যানেজার,মানব সম্পদ বিভাগ (৮ম তলা), সাধারণ বীমা কর্পোরেশন, প্রধান কার্যালয়, ৩৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ এর বরাবর ডাকযোগে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে পৌছাতে হবে।

সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Jobs News পেজে বিজিট করুন।

This image has an empty alt attribute; its file name is fan-page-ads-1.png

সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021

Post Related Things: সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি, সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, সাধারণ বীমা করপোরেশনে চাকরির খবর ২০২১, সাধারণ বীমা কর্পোরেশন জব সার্কুলার ২০২১, সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021, Sadharan Bima Corporation Job Circular 2021, SBC Job Circular 2021, Sadharan Bima Corporation SBC Job Circular 2021

আরো পড়ুন: চাকরির ইন্টারভিউতে যে ১৮টি ভুল করবেন না !

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

Related Tag: চাকরির খবর, চাকরির বাজার, সরকারী চাকুরির বিজ্ঞাপন, প্রতি সপ্তাহের চাকুরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকুরির বিজ্ঞাপন, চাকুরির সংবাদ, today job news, govt job circular, daily job circular, bd jobs circular and it tech, chakrirdak, chakrir khobor, chakri, job news bd, chakrir bazar,job,bd job circular 2021, weekly job circular, weekly bd job circular, চাকুরির বিজ্ঞাপন, job circular, bd job circular, bd jobs, latest job circular, job circular 2021, latest govt job circular, govt jobs in bd, jobs in Bangladesh

Leave a Comment