জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: প্রতিবারের মত এইবার ও জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ৫ টি পদে জনবল নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট এর নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়ােগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
NITER Job Circular 2022
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট |
পদের সংখ্যা: | ৫ টি। |
লোক সংখ্যা: | — |
শিক্ষাগত যোগ্যতা: | বিজ্ঞপ্তিতে দেখুন |
গ্রেড: | — |
আবেদনের শুরুর তারিখ: | — |
আবেদনের শেষ তারিখ: | ৮-১২-২০২২ তারিখ। |
আবেদনের মাধ্যম: | অফলাইনে। |
আবেদনের ঠিকানা: | |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.niter.edu.bd |
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা।
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট এ ৫ পদ খালি আছে। এই ৫ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:
- আবেদন ফিঃ ৫০০ টাকা
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হাসবৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদনের শেষ তারিখ ও সময়: ৮-১২-২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, NITER Job Circular 2022
অন্যান্য চাকরির খবর জানুন…
- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PKSF Job Circular 2023
- বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । Bashundhara Group Job Circular 2023
- বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BGB Job Circular 2023
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩ সার্কুলার – DU Job Circular 2023
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি (ডুয়েট) ২০২৩ । DUET Job Circular 2023
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট এর সম্পর্কে কিছু কথাঃ
১৯৭৯ সালের জানুয়ারিতে “বস্ত্র শিল্প বিকাশ কেন্দ্র” নামে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের সূচনা হয়। ১৯৯৬ সালে সরকারের উদ্যোগে বস্ত্র শিল্পের উন্নয়নে একটি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এটি ‘জাতীয় বস্ত্র প্রশিক্ষণ গবেষণা ও নকশা ইনস্টিটিউট’ (নিটরাড) নামে আত্মপ্রকাশ করে। পরে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালেয়র সিদ্ধান্ত অনুযায়ী মে ২০০৯ থেকে দেশের প্রথম ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব’ শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে ‘বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন’ কে ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করা হয়।
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট বা নিটার সাভার উপজেলার আশুলিয়া থানার নয়ারহাটে অবস্থিত একটি শিক্ষামূলক, গবেষণা ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। ১৯৭৯ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কর্তৃক এই প্রশিক্ষণ ও গবেষণামূলক প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটিতে আলাদা দুটি আবাসিক হলের ব্যবস্থা রয়েছে।
Vision of NITER
The vision of National Institute of Textile Engineering & Research (NITER) is to be the Centre of Excellence of education in the area of textile and allied sector. NITER wants to reach the epitome of success as an education and research institute of Bangladesh.
Mission of NITER
The objective of NITER is to fulfill the acute shortage of skilled engineers in the field of textile and allied sector. It also aims to introduce a high-tech and modern educational method in our local context. Through its educational and collaborative research activities, NITER has a mission to get established as a World-Class educational institute.