শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: প্রতিবারের মত এইবার ও শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ১০ টি পদে ৩০ জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: শিক্ষা মন্ত্রণালয় শূন্য পদসমূহে বিধি মােতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ নির্ধারিত বেতন স্কেলে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী) নিয়ােগের লক্ষ্যে যােগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Ministry of Education Job Circular 2023
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | শিক্ষা মন্ত্রণালয় |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ৮ টি। |
লোক সংখ্যা: | ৩০ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | ডিপ্লোমা, স্নাতক, এইচএসসি, এসএসসি |
গ্রেড: | ১৩,১৪,১৬,১৮,২০ |
আবেদনের শুরুর তারিখ: | ১৪-৫-২০২৩ তারিখ |
আবেদনের শেষ তারিখ: | ১৫-৬-২০২৩ তারিখ। |
আবেদনের মাধ্যম: | অনলাইন। |
আবেদনের ঠিকানা: | http://dia.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট: | http://shed.gov.bd/ |
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:
- Online আবেদনপত্রে প্রার্থীতার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৮০) Pixel, (Jpg Format), File size maximum 60kb ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) Pixel, (Jpg Format), File size maximum 100kb এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://dia.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর তারিখ ও সময়: ১৪-৫-২০২৩ তারিখ সকাল ১০.০০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫-৬-২০২৩ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত আবেদন করা যাবে।
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
পুরোনো বিজ্ঞপ্তি
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ, শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Ministry of Education Job Circular 2022
অন্যান্য চাকরির খবর জানুন…
- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PKSF Job Circular 2023
- বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । Bashundhara Group Job Circular 2023
- বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BGB Job Circular 2023
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩ সার্কুলার – DU Job Circular 2023
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি (ডুয়েট) ২০২৩ । DUET Job Circular 2023
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২২, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2022, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে কিছু কথা:
শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা পরবর্তী মাধ্যমিক খাতের জন্যে অগ্রগামী নীতি পরিকল্পনা এবং উন্নয়নে সংশ্লিষ্ট প্রশাসন। এই মন্ত্রণালয় মূলত মাদ্রাসা, কারিগরি এবং বৃত্তিমূলক (ভকেশনাল) শিক্ষা পদ্ধতিসহ অন্তর্ভুক্ত দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে। এটি দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা ও প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে আইন, বিধি ও প্রবিধান প্রচলন করে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (সংক্ষেপে: মাউশি) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্যে গঠিত প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও নির্দেশনা অনুসারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে। এই অধিদপ্তর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ত্রৈমাসিক স্তরের প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ২২৫৬৯টি শিক্ষা-প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে যাতে প্রায় ৪,১২,৫২৬ জন শিক্ষক এবং ১,৩৮,৪০,১৬৪ জন শিক্ষার্থী রয়েছে। বাংলাদেশের সব জেলায় জেলা শিক্ষা অফিসে এর কর্মকর্তা ও কর্মচারী রয়েছে।