বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BGB Job Circular 2023

3/5 - (2 votes)

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বিজিবি এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজিবি বিভিন্ন পদে মোট জনবল নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Border Guards Bangladesh Job Circular 2023

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) বিভিন্ন পদে পুরুষ ও মহিলা প্রার্থী বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনি এবং আপনার পরিচিত যোগ্য প্রার্থী আবেদনও করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:বিজিবি
পদের সংখ্যা:বিজ্ঞপ্তিতে দেখুন
লোক সংখ্যা:দেয়া নাই
শিক্ষাগত যোগ্যতা:
গ্রেড:দেয়া নাই
আবেদনের শুরুর তারিখ:৪-৮-২০২৩ তারিখ
আবেদনের শেষ তারিখ:১৪-৮-২০২৩ তারিখ।
আবেদনের মাধ্যম:অনলাইনে।
আবেদনের ঠিকানা: বিজ্ঞপ্তিতে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট:www.bgb.gov.bd
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো বিজিবি। বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজিবিএ বিভিন্ন পদ খালি আছে। এই বিভিন্ন টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।

আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:

  • আবেদন ফিঃ বিজ্ঞপ্তিতে দেখুন
  • বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • কর্তৃপক্ষ পদের সংখ্যা হাসবৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেখুন

আবেদনের শেষ তারিখ ও সময়: ১৪-৮-২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

বিজিবি নিয়োগ
বিজিবি নিয়োগ
বিজিবি নিয়োগ

পুরোনো বিজ্ঞপ্তি

বিজিবি নিয়োগ

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি – Border Guard Bangladesh 97th batch soldier Recruitment Circular 2021

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৯৭ তম ব্যাচে পদে পুরুষ ও মহিলা প্রার্থী বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহ  ও যোগ্যতা থাকলে আপনি এবং আপনার পরিচিত যোগ্য প্রার্থী আবেদনও করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

BGB Job Circular 2021

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ

পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমান পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
বয়স : ১৮-৩০ বছর।

পদের নাম: ওয়েন্ডার (পুরুষ)
পদ সংখ্যা: ০২ টি। 
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
বয়স : ১৮-৩০ বছর।

পদের নাম: পেইন্টার (পুরুষ)
পদ সংখ্যা: ০৩ টি। 
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
বয়স : ১৮-৩০ বছর।

পদের নাম: মেশন (পুরুষ)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
বয়স : ১৮-৩০ বছর।

পদের নাম: ভলকানাইজার (পুরুষ)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।
বয়স : ১৮-৩০ বছর।

পদের নাম: বাবুর্চি (মহিলা)
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়স : ১৮-৩০ বছর।

শারীরিক যােগ্যতা: 
পুরুষ:
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার।
ওজন: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি। তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম/বেশী হবে।

মহিলা:
উচ্চতা: মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার।
ওজন: মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি। তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম/বেশী হবে।

বুকের মাপ:   
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: ৮১.২৮ – ৮৬.৩৬ সেমি.।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: ৭৬.২০ – ৮১.২৮ সেমি.। উভয় ক্ষেত্রে সম্প্রসারণ- ৫.০৮ সেমি. (২” কমপক্ষে)।

দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2021

বয়স:    
ক) অবিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ০১-৭-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছর (জন্ম তারিখ ০২-৭-১৯৯১ হতে ০১-৭-২০০৩ এর মধ্যে হতে হবে)।

খ) বিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৭-২০১৬ এবং মহিলা ০২-৭-২০১০ তারিখের পরে হতে হবে)।

গ) অবিবাহিত মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে ০১-৭-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর (জন্ম তারিখ ০২-৭-১৯৮৯ হতে ০১-৭-২০০৩ এর মধ্যে হতে হবে)।

ঘ) বিবাহিত মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৭-২০১৪ এবং মহিলা ০২-৭-২০০৮ তারিখের পরে হতে হবে)। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেডিট গ্রহণযােগ্য নয়।

ভর্তির স্থান ও তারিখ: রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2021

রেজিস্ট্রেশনের নিয়ম:     
বিজ্ঞপ্তির ক্রমিক ১, ৩ ও ৪ অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোন টেলিটক মােবাইল ফোন হতে নিম্নবর্ণিত Trade Code, SSC Board Code, Home District Code, Upazilla Name, Freedom Fighter Code ১৩ মার্চ ২০২১ তারিখ ১০০০ ঘটিকা হতে ১৭ মার্চ ২০২১ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত ইংরেজিতে এসএমএস (SMS)প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন।

১ম মােবাইলের মেসেজ অপশনে গিয়েঃ
BGB<space>HSC PASS YEAR<space>HSC Board Keyword<space>HSC Roll<space>SSC Pass Year<space>SSC Board Keyword<space>SSC
Roll<spaces>Home District Code<space-Upazilla Name লিখে 16222 নম্বরে পাঠাতে হবে । প্রত্যক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

এসএমএসে পাঠানাে তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন প্রাপ্ত পিন নম্বরসহঃ
BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number     
লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

দ্বিতীয় এসএমএস পাঠানাের সময় মােবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মােট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানাে হবে। রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে।

এসএমএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে কোন মােবাইল থেকে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করে
অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।

বিজিবি ওয়েবসাইট: http://www.bgb.gov.bd/

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি

Post Related Things: বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি, বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2022, BGB job circular 2022

অন্যান্য চাকরির খবর জানুন…

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২২, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2022, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

Leave a Comment