বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (নেভি) ২০২৩ – সরাসরি কমিশন্ড অফিসার পদে

5/5 - (1 vote)

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: প্রতিবারের মত এইবার ও বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী বাহিনীটি জনবল নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: নৌসদস্যদের অবকাশযাপনের নিমিত্তে বাংলাদেশ নৌবাহিনী নিম্নেবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

জব হাইলাইট

প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ নৌবাহিনী
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:বিজ্ঞপ্তিতে দেখুন
লোক সংখ্যা:বিজ্ঞপ্তিতে দেখুন
শিক্ষাগত যোগ্যতা:বিজ্ঞপ্তিতে দেখুন
গ্রেড:দেয়া নাই
আবেদনের শুরুর তারিখ:
আবেদনের শেষ তারিখ:৬-৭-২০২৩ তারিখ
আবেদনের মাধ্যম:অনলাইন
আবেদনের ঠিকানা:https://joinnavy.navy.mil.bd/
অফিসিয়াল ওয়েবসাইট:www.navy.mil.bd/

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ নৌবাহিনী । বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন পদ খালি আছে। এই পদগুলো পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।

আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:

  • আবেদন ফিঃ বিজ্ঞপ্তিতে দেখুন
  • বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা https://joinnavy.navy.mil.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৬-৭-২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

নৌবাহিনী নিয়োগ

পুরোনো বিজ্ঞপ্তি

নৌবাহিনী নিয়োগ
নৌবাহিনী নিয়োগ
নৌবাহিনী নিয়োগ

ক। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১৬-৫-২০২২ ইং

গ। প্রয়ােজনীয় কাগজপত্র:

(i) স্বহস্তে লিখিত আবেদন পত্র।

(ii) শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত কপি।

(iii) অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি।

(iv) দুই কপি পাসপাের্ট সাইজের ছবি (স্ক্যান কপি-ইমেইলে প্রেরণের ক্ষেত্রে)।

(v) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

(vi) জীবন বৃত্তান্ত।

ঙ। বেতন ও ভাতা: আলােচনা সাপেক্ষে।

বিশেষ দ্রষ্টব্য : মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। সকল পদের বিপরীতে বেতন আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের শেষ সময়: ১৬-৫-২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

নেভি সার্কুলার ২০২৩

আবেদন করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী:

২। মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের বেতন কাঠামাে, নিয়ােগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী প্রদান করা হবে।

৩। অত্র প্রতিষ্ঠানের মেডিক্যাল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক প্রতিপাদিত হলে চাকরিতে নিয়ােগ প্রদান করা হবে।

৪। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তােলা ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যােগ্যতা ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রসমূহের সত্যায়িত কপি এবং ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনী, সােনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ এর ঠিকানায় আগামী ১৪ নভেম্বর ২০২১ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

৫। প্রার্থীদেরকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৬। লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ ডিএ দেওয়া হবে না।

৭। পদের সংখ্যা হাস/ বৃদ্ধি হতে পারে।

৮। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৯। উল্লিখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

১০। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Navy Job Circular 2022

অন্যান্য চাকরির খবর জানুন…

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২৩, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2023, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে কিছু কথা:

Setting sail with two gunboats in 1971, the Bangladesh Navy (BN) has emerged as the guardian of the national maritime space. Traditionally, her roles are to protect territorial integrity and political independence and safeguard the maritime interests of Bangladesh. In doing so, BN has been conducting the full range of operations in our maritime domain since our independence. BN maintains round-the-clock vigilance at sea for this purpose. BN also conducts special operations against armed robbery, illegal poaching, smuggling, gun-running, terrorism, etc. Today, BN is also engaged in promoting peace through an active role under UN Peace Support Operations.

Vision

Bangladesh Navy shall evolve into a credible three-dimensional navy capable of maintaining an effective posture across the full spectrum of any conflict at sea. Bangladesh Navy shall also be able to undertake constabulary and benign tasks to ensure good order at sea for carrying out national maritime economic activities.

Mission

The mission of the Bangladesh Navy is to defend the country from threats emanating on, above, and under the sea; promote and protect our maritime interest, assist maritime governance and contribute to the diplomatic objective of our nation. the most important

Leave a Comment