সিপিজিসিবিএল নিয়োগ ২০২২: প্রতিবারের মত এইবার ও সিপিজিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ১১ টি পদে ৩০ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
সিপিজিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সিপিজিসিবিএল নিয়োগ ২০২২: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান) এর অধীনে নিম্ন বর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছ।
CPGCBL Job Circular 2022
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ১১ টি। |
লোক সংখ্যা: | ৩০ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | বিজ্ঞপ্তিতে দেখুন |
গ্রেড: | দেয়া নাই |
আবেদনের শুরুর তারিখ: | — |
আবেদনের শেষ তারিখ: | ২৬-১২-২০২২ তারিখ। |
আবেদনের মাধ্যম: | অনলাইন। |
আবেদনের ফরমের ঠিকানা: | http://egcb.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.egcb.gov.bd |
সিপিজিসিবিএল নিয়োগ ২০২২
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- আবেদন ফি: দেয়া নাই
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://egcb.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ও সময়: ২৬-১২-২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সিপিজিসিবিএল নিয়োগ ২০২২
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
পুরোনো বিজ্ঞপ্তি
আবেদনের নিয়ম: ১) আগ্রহী প্রার্থীগণকে (http://cpgcbl.teletalk.com.bd) হতে নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক আবেদন করতে হবে এবং আবেদন ফরম ও অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিয়ােগ প্রক্রিয়া চলমান অবস্থায় ৩০/১০/২০২১ হতে ৩০/১১/২০২১ খ্রিঃ তারিখ (রাত:-১১.০০ ঘটিকা) পর্যন্ত বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যবে;
২) আবেদন ফি বাবদ ১,০০০/-(এক হাজার) টাকা আবেদন ফরম পূরণের অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online এ পূরণকৃত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না;
৩) আবেদনপত্র গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। একই প্রবেশপত্র দিয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;
৪) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি (http://cpgcbl.teletalk.com.bd) ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়;
৫) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;
৬) আবেদনপত্রে কোন ভুল তথ্য পরিবেশন করলে অথবা চাহিদাকৃত কাগজপত্র সঠিক ও সম্পূর্ণরূপে সংযােজন করা না হলে এবং নির্ধারিত সময়ের পর পাওয়া গেলে আবেদনপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। কোনক্রমেই পরবর্তীতে কোন কাগজপত্র/প্রত্যয়নপত্র গ্রহনযােগ্য হবে না।
আবেদনের শেষ সময়: ৩০-১১-২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
সিপিজিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
সিপিজিসিবিএল নিয়োগ ২০২১
সিপিজিসিবিএল নিয়োগ 2021
অথবা(উপরের ফর্ম টি ব্যবহার করলে ভাল)
সিপিজিসিবিএল নিয়োগ ২০২১
১) সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত অথবা সরকারি মালিকানাধীন কোম্পানি/প্রতিষ্ঠান এ কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
২) শিক্ষা জীবনের কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী প্রাপ্তদের আবেদন গ্রহণযােগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৪.০০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে; বিদেশ থেকে অর্জিত ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা প্রদান করতে হবে;
৩) কোন প্রকার তদবির/সুপারিশ প্রার্থীর অযােগ্যতা প্রমাণ করবে এবং বয়স প্রমাণের জন্য কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
৪) আবেদনপত্র বাছাইয়ের পর শুধু উপযুক্ত হিসাবে বিবেচিত প্রার্থীদের নিয়ােগ পরীক্ষায় ডাকা হবে। নির্বাচনী নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
৫) কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগাদেশ বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে সিপিজিসিবিএল (কর্মচারী) চাকুরি বিধিমালা-২০১৭ এর বিধি-৪.১(এফ) অনুযায়ী ব্যবস্থা গ্রহণসহ প্রয়ােজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৬) প্রার্থীর অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যােগাযােগ দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে;
৭) কোন কারণ দর্শানাে ব্যাতিরেকে সিপিজিসিবিএল কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত/সকল দরখাস্ত বা নিয়ােগ প্রক্রিয়া বাতিলের ক্ষমতা রাখে;
৮) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাসবৃদ্ধি করার অধিকার সিপিজিসিবিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং আবেদনপত্র বাছাই ও নিয়ােগের ক্ষেত্রে সিপিজিসিবিএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে
সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Coal Power Generation Company Bangladesh Limited Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।