বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ ২০২৩: প্রতিবারের মত এইবার ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে জনবল নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর স্থায়ী পদে সরাসরি নিয়ােগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
BIDS Job Circular 2023
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ১ টি। |
লোক সংখ্যা: | — |
শিক্ষাগত যোগ্যতা: | PhD degree |
গ্রেড: | |
আবেদনের শুরুর তারিখ: | — |
আবেদনের শেষ তারিখ: | ৩১-৫-২০২৩,২০-৪-২০২৩ তারিখ |
আবেদনের মাধ্যম: | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.bids.gov.bd |
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানএ ২ পদ খালি আছে। এই ২ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:
- আবেদন ফিঃ দেয়া নাই
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদনের শেষ তারিখ ও সময়: ৩১-৫-২০২৩,২০-৪-২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
পুরোনো বিজ্ঞপ্তি
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ
শর্তাবলি:
ক) পরীক্ষায় পাশের প্রাপ্ত বিভাগ/শ্রেণী/জিপিএ/পাশের সন উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (০৮/০১/২০২২ তারিখে আবেদনকারীর বয়স উল্লেখসহ) সম্বলিত আবেদনপত্র, সম্প্রতি তােলা ০৩ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আগামী ০৭/০২/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
খ) আবেদনপত্রের সাথে সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ঢাকা” শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান শাখা, ঢাকা এর অনুকূলে ৩০০/- টাকার পে-অর্ডার/ডিডি (অফেরতযােগ্য) দাখিল করতে হবে।
গ) অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
ঘ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
ঙ) আবেদনপত্র বাছাইয়ের পর কেবল উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে।
চ) খানের উপর বামপাশে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
ছ) বিআইডিএস একটি সমসুযােগ প্রদানকারী প্রতিষ্ঠান।
জ) কর্তৃপক্ষ কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোনাে আবেদনপত্রনিয়ােগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
ঝ) নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।
ঞ) কোনাে তথ্য গােপন করা বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগদেশ বাতিল করা হবে। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Institute of Development Studies (BIDS) Job Circular 2021
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
BIDS Job Circular 2021
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | দেয়া নাই |
লোক সংখ্যা: | দেয়া নাই |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতকোত্তর,স্নাতক |
গ্রেড: | ৪,৬ |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ৩১ জুলাই ২০২১ তারিখ |
আবেদনের মাধ্যম: | অফলাইন |
আবেদনের ঠিকানা: | Secretary, Bangladesh Institute of Development Studies, E-17, Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka-1207. |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.bids.org.bd |
পদের নাম: সিনিয়র রিসার্চ ফেলো
পদ সংখ্যা: দেয়া নাই।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর পিএইচডি ডিগ্রি, পিএইচডি প্রোগ্রামে ব্যয় করা সময়কাল এবং পাঁচটি জার্নাল প্রকাশনা (বিডিএস স্ট্যান্ডার্ডের)* ব্যতীত আট বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
বয়স : দেয়া নাই।
পদের নাম: রিসার্চ ফেলো
পদ সংখ্যা: দেয়া নাই।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর পিএইচডি ডিগ্রি, পিএইচডি প্রোগ্রামে কাটানো সময়কাল এবং দুটি জার্নাল প্রকাশনা (বিডিএস স্ট্যান্ডার্ডের)* ব্যতীত আট বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বয়স : দেয়া নাই।
আবেদনের নিয়ম: Secretary, Bangladesh Institute of Development Studies, E-17, Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka-1207.
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি
- BDS means Bangladesh Development Studies, which is a quarterly journal published by the Bangladesh Institute of Development Studies.
শর্তাবলীঃ
The candidates for SRF and RF are expected to have a background in economics, development studies, sociology, anthropology, population studies, or a related field. The candidates having experience in Demography, Population, Trade, and Macro (monetary and fiscal) will be given preference. Ph.D. requirements can be relaxed for otherwise excellent candidates for the post of SRF and RF. Candidates with single-authored or lead-authored publications (of BDS standard) will be given preference.
Application forms can be downloaded from the website of the Institute (www.bids.org.bd). Completed application forms may be submitted electronically to srf@bids.org.bd/ rf@bids.org.bd for the posts of SRF and RF respectively by 31 July 2021. Applicants are not required to send publication or certificates electronically or by post at this stage. An electronically generated acknowledgment receipt of the application will be sent to the applicant.
If the applicant does not receive it in two days, it may be sent directly by post to the Secretary, Bangladesh Institute of Development Studies, E-17, Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka-1207. Candidates already in service should apply through proper channel. The authority reserves the right to reject any or all applications without assigning any reason. BIDS is an equal opportunity employer. Women and those from ethnic minority groups are particularly encouraged to apply.
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
Application Form for SRF:
Application Form for RF:
👉 সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ ২০২২, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, BIDS Job Circular 2021, Bangladesh Institute of Development Studies Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।