কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । KGF Job Circular 2022

Rate this post

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: প্রতিবারের মত এইবার ও কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে ১ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী পদগুলোতে পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ ২০২২: কৃষি গবেষণা ফাউন্ডেশন স্থায়ী ভিত্তিতে নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

KGF Job Circular 2022

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:কৃষি গবেষণা ফাউন্ডেশন
চাকরির ক্যাটাগরি:বেসরকারি চাকরি
পদের সংখ্যা:১ টি
লোক সংখ্যা:১ জন
শিক্ষাগত যোগ্যতা:পিএইচডি
আবেদনের শুরুর তারিখ:দেয়া নাই
আবেদনের শেষ তারিখ:২৪-২-২০২২
আবেদনের মাধ্যম:অফলাইন
আবেদনের ঠিকানা:প্রার্থীকে অবশ্যই আগামী ২৪-২-২০২২ খ্রিঃ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে চেয়ারম্যান, নিয়ােগ কমিটি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), এআইসি বিল্ডিং, ৪র্থ তলার কক্ষ নং-৪২১, বিএআরসি স, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত জমা দিতে হইবে।
অফিসিয়াল ওয়েবসাইট:https://kgf.org.bd/

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো কৃষি গবেষণা ফাউন্ডেশন। কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কৃষি গবেষণা ফাউন্ডেশনএ ১ টি পদ খালি আছে। এই ১ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।

জব ডিটেলস:

পদের নাম: সিনিয়র স্পেশালিস্ট(মাঠ শস্য)
পদ সংখ্যা:
১ টি
শিক্ষাগত যোগ্যতা: (ক) কৃষি বিজ্ঞানের মাঠ শস্যের যেকোনাে শাখায় পিএইচডি (PhD) ডিগ্রি থাকিতে হইবে; (খ) জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে কমপক্ষে ১০ (পনের) টি পাবলিকেশনে (Publication) থাকিতে হইবে, তন্মধ্যে ৫ (পাঁচ)টিতে প্রথম অথার (author) হিসাবে নাম থাকিতে হইবে।
অভিজ্ঞতা: (ক) জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কৃষি বিজ্ঞানের শস্য ও শস্য ব্যবস্থাপনা শাখার গবেষণায় কমপক্ষে ২০ (পঁচিশ) বৎসরের চাকুরির বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে (খ) গবেষণা পরিকল্পনা প্রণয়ন,পরিচালনা, গবেষণার অগ্রাধিকার নির্ণয় ও গবেষণা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকিতে হইবে (গ) গবেষণা প্রকল্প তৈরি, বাস্তবায়ন, সমন্বয়, প্রকল্প পর্যবেক্ষণ ও মূল্যায়ন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকিতে হইবে।

(ঘ) ইংরেজি ও বাংলা ভাষায় রিপাের্ট তৈরি ও যােগাযােগে পারদর্শী হইতে হইবে (ঙ) ফসলের উন্নয়ন সম্পর্কিত নীতি, এগ্রো-বিজনেস, বায়ােসেফটি (Biosafety) ও ফসলের জাত অবমুক্তকরণ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকিতে হইবে (চ) জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা ও সম্প্রসারণ সিস্টেম-এর সহিত সুপরিচিত হইতে হইবে (ছ) কৃষি সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকিতে হইবে (জ) আইসিটি (ICT) সম্পর্কে ধারণা থাকিতে হইবে এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী হইতে হইবে।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।
বয়স: ৬১ বছর।

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:

  • আবেদন ফি: দেয়া নাই
  • বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • খামের উপরে পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
  • আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা প্রার্থীকে অবশ্যই আগামী ২৪-২-২০২২ খ্রিঃ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে চেয়ারম্যান, নিয়ােগ কমিটি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), এআইসি বিল্ডিং, ৪র্থ তলার কক্ষ নং-৪২১, বিএআরসি স, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত জমা দিতে হইবে।

আবেদনের শেষ তারিখ ও সময়: ২৪-২-২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ ২০২২

আবেদন ফরম

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি
কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে: 

(১) আবেদনকারীরগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হইবে।

(২) আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত রহিয়াছে আবেদনপত্রে সেইভাবে লিখিতে হইবে।

(৩) বয়স সীমা- ২৪/০২/২০২২ খ্রিঃ তারিখে পদের বিপরীতে উল্লেখিত বয়স সীমার উর্ধ্বে নয়।

(৪) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।

(৫) বিভাগীয় যােগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

(৬) প্রার্থীকে অবশ্যই আগামী ২৪-২-২০২২ খ্রিঃ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে চেয়ারম্যান, নিয়ােগ কমিটি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), এআইসি বিল্ডিং, ৪র্থ তলার কক্ষ নং-৪২১, বিএআরসি স, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত জমা দিতে হইবে।

(৭) কেজিএফ এর নির্ধারিত আবেদন পত্রে (Prescribed format) দরখাস্ত দাখিল করিতে হইবে। সকল সনদের ফটোকপি আবেদনপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে।

(৮) আবেদন পত্র কেজিএফ এর ওয়েবসাইট (www.kgf.org.bd) থেকে সংগ্রহ করিতে হইবে।

(৯) আবেদন পত্রের সাথে অবশ্যই সদ্য তােলা পিপি সাইজের ২ (দুই) কপি রঙিন ছবি সংযুক্ত
করিতে হইবে।

(১০) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।

(১১) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে।

(১২) আবেদনপত্রের সহিত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করিতে হইবে।

(১৩) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করিবার অধিকার সংরক্ষণ করেন।

(১৪) নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

পুরোনো বিজ্ঞপ্তিঃ

কিভাবে আবেদন করতে হবে!

আবেদনের নিয়মাবলীঃ আগামী ১৫ জুন ২০২১ খ্রিঃ ১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে চেয়ারম্যান, নিয়ােগ কমিটি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), এআইসি বিল্ডিং, ৪র্থ তলার কক্ষ নং-৪২১, বিএআরসি স, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত জমা দিতে হইবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022

সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের “সাপ্তাহিক চাকরির পত্রিকা” ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Krishi Gobeshona Foundation Job Circular 2022

অন্যান্য চাকরির খবর জানুন…

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২২, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular ২০২২, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

কৃষি গবেষণা ফাউন্ডেশন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিত:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (সংক্ষেপে “বিনা”), বাংলাদেশের, পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষিখাতে অবদান রাখার একমাত্র প্রতিষ্ঠান। কৃষিতে পারমাণবিক কৌশলের শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলাকৌশল উদ্ভাবন এবং ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা হচ্ছে এই প্রতিষ্ঠানের গবেষণার মূল বিষয়। প্রতিষ্ঠানটি ময়মনসিংহ শহর থেকে ৩ কিলোমিটার দুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। এতে প্রায় ৮০জন বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্বরত আছেন। বাংলাদেশের রংপুর, ঈশ্বরদি, মাগুরা, সাতক্ষীরা, কুমিল্লা, জামালপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, শেরপুর, বরিশাল, গোপালগঞ্জ, নোয়াখালীও চাঁপাইনবাবগঞ্জে এটির ১৩টি উপকেন্দ্র রয়েছে।

Leave a Comment