Bangladesh Securities and Exchange Commission (BSEC) Job Circular 2021
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ৬ টি পদে মোট ১৪ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
BSEC Job Circular 2021
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | ৬ টি। |
লোক সংখ্যা: | ১৪ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস |
গ্রেড: | ৩,৫,৬,৯ |
আবেদনের শুরুর তারিখ: | ১৩ জুন ২০২১ তারিখ। |
আবেদনের শেষ তারিখ: | ৩০ জুন ২০২১ তারিখ। |
আবেদনের মাধ্যম: | অনলাইন |
আবেদনের ঠিকানা: | http://bsec.teletalk.com.bd/ |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.bsec.gov.bd |
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
পদের নাম: মহাব্যবস্থাপক (কারিগরী)
পদ সংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা: ১৮ বৎসরের অভিজ্ঞতাসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ২০ বৎসরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বৎসর
পদের নাম: প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (হিসাব)
পদ সংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা: সিএ/আইসিএমএ ডিগ্রীসহ ৬ বৎসরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রীসহ ১৮ বৎসরের বা তার বেশি অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বৎসর
পদের নাম: মহাব্যবস্থাপক (জেনারেল)
পদ সংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ শিল্প ব্যবস্থাপনায় ১৮ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বৎসর
পদের নাম: উপ-প্রধান চিকিৎসা
পদ সংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: ১০ বৎসরের অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রী অথবা ১৩ বৎসরের অভিজ্ঞতাসহ এলএমএফ।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
বয়স: ৩৭ বছর।
পদের নাম: চিকিৎসা কর্মকর্তা
পদ সংখ্যা: ২ টি
শিক্ষাগত যোগ্যতা: ৫ বৎসরের অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রী অথবা ১০ বৎসরের অভিজ্ঞতাসহ এলএমএফ।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বয়স: ৩২ বছর।
পদের নাম: সহকারী চিকিৎসা কর্মকর্তা
পদ সংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
আবেদনের নিয়মঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://bsec.teletalk.com.bd -এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরু সময়: ১৩ জুন ২০২১ তারিখ সকাল ১০.০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২১ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি
বিশেষ দ্রষ্টব্যঃ বর্ণিত পদগুলােতে আবেদনের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনাে স্তরে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য নয়।
শর্তাবলী:
১. ১নং হতে ৬নং ক্রমিকের পদসমূহের জন্য কলাম-৬ এ উল্লিখিত বয়সসীমা প্রযােজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদের জন্ম তারিখ গণ্য করা হবে। বয়স সংক্রান্ত কোনাে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না ।
২. নিয়ােগের ক্ষেত্রে বিএসইসি’র প্রবিধানমালা ও সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযােজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
৩. কোনাে প্রার্থীর নিয়ােগ লাভের পর তার প্রদত্ত কোনাে তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. নিয়ােগের ব্যপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে।
৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।
৬. বিএসইসি কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এই নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোনাে দরখাস্ত/ সকল দরখাস্ত বা নিয়ােগ প্রক্রিয়া বাতিলের ক্ষমতা রাখে। আবেদনপত্র বাছাই ও নিয়ােগের ক্ষেত্রে বিএসইসি কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৭. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://bsec.teletalk.com.bd -এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
৮. যদি কোন প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকার করার জন্য অঙ্গীকারাব্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে তার আবেদন করার প্রয়ােজন নেই।
৯. অনলাইনে (Online) আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরুপ:
(ক) ১৩-০৬-২০২১ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে।
(খ) ৩০-০৬-২০২১ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই শেষ করতে হবে।
(গ) উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টা SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(ঘ) আবেদন ফরম পুরণের সময় প্রার্থী অবশ্যই কোন বিভাগে (কারিগরী/হিসাব/জেনারেল) আবেদন করতে ইচ্ছুক তা পূরণ করবেন।
(ঙ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel, File size maximum 60 kb ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel, File size maximum 100 kb এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(চ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ছ) SMS পাঠানাের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান ও অনলাইন আবেদনপত্রের (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবে। উক্ত Applicant’s Copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে।
Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে Teletalk Bangladesh Ltd. কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১-৩ পর্যন্ত ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযােগ্য), ক্রমিক নং ৪-৫ পর্যন্ত ৮০০/- (আটশত) টাকা (অফেরতযােগ্য) এবং ক্রমিক নং ৬ এর জন্য ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরতযােগ্য) জমা দিতে হবে।
প্রথম SMS : BSEC<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
দ্বিতীয় SMS : BSEC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
“বিশেষভাবে উল্লেখ্য, পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না।”
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি
(জ) প্রবেশপত্র (Admit Card):
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bsec.teletalk.com.bd অথবা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপােরেশন (বিএসইসি) এর Web-address http://bsec.gov.bd-এ এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গীন) করে নিবেন। প্রার্থী এই Admit Card টি লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(ঝ) শুধু টেলিটক প্রি-প্রেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i) User ID জানা থাকলে BSEC<space>Help<space>User ID & Send to 16222.
Example : BSEC HELP USER ABCDEF
ii) PIN Numberজানা থাকলে BSEC<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.
Example : BSEC HELP PIN 12345678
(ঞ) অনলাইনে আবেদন করতে সমস্যা হলে যে কোনাে টেলিটক নাম্বার থেকে ফোন করুন ১২১ অথবা মেইল করুন vas.query@teletalk.com.bd।
১০. ক্রমিক নম্বর ১-৫ এ বর্ণিত পদের প্রার্থীদের পরবর্তীতে SMS এর মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন ফরমে উল্লিখিত তথ্যের স্বপক্ষে যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি (তিন সেট) ডাকযােগে প্রধান ব্যক্তিপ্রশাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত), ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাক-১২১৫’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র কোনাে ভুল তথ্য পরিবেশন করলে অথবা চাহিদা কৃত কাগজপত্র সঠিক ও সম্পূর্ণরূপে সংযােজন করা না হলে এবং নির্ধারিত সময়ের পর পাওয়া গেলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।
১১. মৌখিক পরীক্ষার সময়ে প্রার্থীগণ নিম্ন লিখিত কাগজপত্র উপস্থাপন করতে হবেঃ
(ক) শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সকল মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
(খ) সরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট।
(গ) ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, পৌরসভা/সিটি কর্পোরেশন এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট।
(ঘ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত কপি প্রদর্শন করতে হবে।
(ঙ) উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত উপজাতীয় পরিচয় বিষয়ক সনদপত্র।
(চ) সকল সার্টিফিকেট/রেকর্ডপত্র সরকারী/স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
(ছ) বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশী বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate) মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে।
(জ) সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাষিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নাে অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/অনাপত্তি পত্র দাখিল করতে হবে।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন চাকরির খবর ২০২১
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Jobs News পেজে ভিজিট করুন।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন জব সার্কুলার ২০২১
Post Related Things: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন চাকরির খবর ২০২১, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন জব সার্কুলার ২০২১, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়োগ ২০২১, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, Bangladesh Securities and Exchange Commission Job Circular 2021, BSEC Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
পুলিশ সুপারের কার্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।