Rajbari Paurosova Job Circular 2022
রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: স্থানীয় সরকার, পল্লী উয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর -১ শাখার ০৫/০৮/২০২১ খ্রিঃ তারিখে ৪৬.০০.০০০০, ০৩.১১.০০৬.১৬-৫৮ নং স্মারকের মাধ্যমে প্রদত্ত ছাড়পত্রের প্রেক্ষিতে রাজবাড়ী পৌরসভার সাংগঠনিক কাঠামাে ও নিবেতি শূন্য। পদগুলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর -২ শাখার ২২৪/০২/২০০৫ খ্রিঃ তারিখের পৌর-২/সাদা-১৫/২০০৩১৮২ নং স্মারকপত্রের নির্দেশনার আলােকে এবং পৌরসভা কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯২ ইং মােতাবেক কর্মচারী নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিক্রোবর্ণিত তথ্য ও শর্তাবলী সপক্ষে সাদা কাগজে লিখিত আবেদনপত্র আবেদন করা যাচ্ছে।
প্রতিবারের মত এইবার ও রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ০২ টি পদে ২ জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | রাজবাড়ী পৌরসভা কার্যালয় |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | ০২ টি। |
লোক সংখ্যা: | ০২ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | এইচএসসি, ৮ম |
গ্রেড: | ১৬,২০ |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ২৭-১-২০২২ তারিখ |
আবেদনের মাধ্যম: | ডাকযোগে। |
অফিসিয়াল ওয়েবসাইট: | rajbaripourashava.gov.bd |
রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এইচএসসি পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ।
বয়স: ১৮-৩০ বছর।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা ।
বয়স: ১৮-৩০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা মেয়র, রাজবাড়ী পৌরসভা বরাবর ডাকযোগে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭-১-২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
১। আবেদনপত্রে আলোর স্বাক্ষসহ পূর্ণ জীবনবৃত্তান্ত (নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যােগ্যতা, মােবাইল নম্বর ও অভিজ্ঞতা ইত্যাদি) উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ২৭/০১/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে মেয়র, রাজবাড়ী পৌরসভা করার ডাকযােগে অবশ্যই পৌছাতে হবে।
২। নির্ধারিত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। সরাসরি আবেদনপত্র গ্রহণযােগ্য নয়। আবেদনপত্রের সাথে আবেদনকারীর সাম্প্রতিক তােলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যােগ্যতার সকল সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা (নামসহ সিল) প্রদত্ত চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মাের/প্রশাসক/ সিটি কর্পোরেশনের ওয়ার্ক কাউন্সিলর কর্তক প্রদত্ত নাগরিকত্ব সনদ জমা দিতে হবে। সকল সনদ/ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নামসহ সিল) কর্তৃক সত্যয়িত হতে হবে।
৩। যে কোন তফসিল যুক্ত ব্যাংক হতে মেয়র, রাজবাড়ী পৌরসভার অনুকুলে ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরতযােগ্য) ব্যাংক ড্রাফট/পে অর্ডার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
৪। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৫। একাধিক পদে আবেদনকারী প্রার্থী গণ যে কোন একটি পদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
৬। প্রার্থীর বয়স আগামী ৯/০১/২০২১ খ্রিঃ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
৭। মুক্তিযােদ্ধা প্রার্থী মুক্তিযােদ্ধা পরিবারের প্রার্থী/প্রতিবন্ধী প্রার্থী ও অন্যান্য কেঠা এবং সরকারী বিধি বিধান অনুসরণ করা হবে। এক্ষেত্রে আবেশপত্রে কোঠা উল্লেখসহ যথাযথ বৈধ সাটিফিকেট দাখিল করতে হবে।
৮। অসম্পূর্ণ ও রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৯। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীগণকে লিখিত/ মৌখিক পরীক্ষায় অংশ্রহণের জন্য প্রবেশপত্র ই কথা হবে।
১০। কর্তৃপক্ষ যে কোন কারণ দর্শানাে ব্যতিরেকে উক্ত নিয়ােগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
পুরোনো বিজ্ঞপ্তি
রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
রাজবাড়ী পৌরসভা কার্যালয় চাকরির খবর ২০২১
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের “Jobs News” পেজে ভিজিট করুন।
রাজবাড়ী পৌরসভা কার্যালয় জব সার্কুলার ২০২১
Post Related Things: রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, রাজবাড়ী পৌরসভা কার্যালয় চাকরির খবর ২০২১, রাজবাড়ী পৌরসভা কার্যালয় জব সার্কুলার ২০২১, রাজবাড়ী পৌরসভা কার্যালয় নিয়োগ ২০২১, পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Rajbari Paurosova Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
“রাজবাড়ী পৌরসভা কার্যালয় সম্পর্কে কিছু কথা”
রাজবাড়ী পৌরসভার ইতিহাস ও ক্রমবিকাশ রাজবাড়ী পৌরসভাটি ১৯১৩ সালে স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠানের নাম ছিল টাউন কমিটি। পরবর্তীতে ১৯২৩ সালে এর নাম হয় রাজবাড়ী মিউনিসিপ্যালিটি। তথ্যানুসন্ধানে দেখা যায় ১৬ জন মিউনিসিপ্যাল কমিশনারের সমন্বয়ে যে বোর্ড গঠিত হতো তার দ্বারা মিউনিসিপ্যালিটি পরিচালিত হতো। উক্ত মিউনিসিপ্যালিটি থেকে দি মিউনিসিপ্যাল অর্ডিন্যান্স এ্যাক্ট ১৯৬০ এর বলে রাজবাড়ী টাউন কমিটিতে পূণর্বিন্যাস করায় তা টাউন কমিটি নামে পূণর্গঠিত হয়।
টাউন কমিটির এরিয়া ছিল ৩.৫ বর্গ মাইল এবং লোকসংখ্যা ছিল ১৬,০৬০ জন। টাউন কমিটি এর চেয়ারম্যানসহ ১৩ জন মেম্বার দ্বারা পরিচালিত হতো। এর প্রধান আয়ের উৎস ছিল হোল্ডিং ট্যাক্স। ১৯৭২ সালে বাংলাদেশ লোকাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কমিটি ১৯৭২ এর আদেশ বলে রাজবাড়ী মিউনিসিপ্যালিটি রাজবাড়ী পৌরসভায় পরিনত হয়। পরবর্তীতে তা প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। উল্লে¬খ্য যে, তৎকালীন চেয়ারম্যান জনগনের প্রত্যক্ষ ভোটে নিযুক্ত হতেন না। কমিশনারগন চেয়ারম্যান নির্বাচিত করতেন। অতঃপর ১৯৫৩ সাল হতে জনগনের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ষাট এর দশক থেকে রাজবাড়ী পৌরসভায় ভৌত অবকাঠামোসহ শহরের ছোঁয়া লাগতে শুরু করে। ১৯৬২ সালে রাজবাড়ী প্রধান সড়কটি নির্মিত হয়।
পরবর্তীকালে বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় শহরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সাথে বিশেষ করে পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট, ড্রেন, মার্কেট, বাজার সমপ্রসারণ, শিশুপার্ক, শিশু হাসপাতাল ইত্যাদি নির্মিত/স্থাপিত হওয়ায় শহরের শ্রীবৃদ্ধিসহ পরিপূর্ণ শহরে পরিণত হয়। এছাড়া শহরের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও পর্যাপ্ত সড়ক বাতি, স্যানিটেশন এবং শহর পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি নাগরিক সুবিধাদির ফলে এই শহরে জনবসতির হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সে সাথে বিপুল সংখ্যক পাকা ইমারত/বাড়ীঘরও নির্মিত হয়েছে। উল্লে¬খ্য যে, এই সমস্ত সুযোগ-সুবিধার কারণে পৌর এলাকা স¤প্রসারিত হয়েছে এবং পৌর এলাকাকে তিনটি ওয়ার্ডের স্থলে নয়টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। শহর সৌন্দর্যের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য হিসাবে শহরের প্রাণকেন্দ্র দিয়ে অতিবাহিত মাঝখানে বৃক্ষ শোভিত একমূখী প্রধান সড়কটি চিহ্নিত করা যায়। পৌরসভা অধ্যাদেশ/১৯৭৭ অনুযায়ী পৌরসভাগুলি পরিচালিত হয়ে আসছিল।