হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Deputy Commissioner (DC Habiganj) Job Circular 2021
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ অধিশাখার ০৭/১০/২০১৯ তারিখের ৪৬.০০.০০০০.০১৮.০৪.০০১.১৭-৪৩৫ নং স্মারক ও ০৮ আগষ্ট ২০২১ তারিখের ৪৬.০০.০০০০.০১৮.১১.০০১.২১-২৩ নং স্মারকে জারিকৃত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের জন্য সৃজিত “হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর” পদে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১১ এর ১৩/০৭/২০১৬ খ্রিঃ তারিখে প্রকাশিত সংশােধনী গেজেট এবং ১৫/১১/২০১৬ খ্রিঃ তারিখে প্রকাশিত অধিকতর সংশােধনী গেজেট ও নিয়ােগ সংক্রান্ত অন্যান্য বিধি, সার্কুলার ও নীতিমালা মােতাবেক নিম্নবর্ণিত শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ১ টি পদে মোট ৭৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনি এবং আপনার পরিচিত যোগ্য প্রার্থী আবেদনও করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
DC Habiganj Job Circular 2021
জব হাইলাইট:
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম: | হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি। |
পদের সংখ্যা: | ১ টি |
লোক সংখ্যা: | ৭৭ জন |
শিক্ষাগত যোগ্যতা: | এইচ.এস.সি |
বয়স: | ১৮-৩০ জন |
গ্রেড: | ১৬ |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ২০ সেপ্টেম্বর ২০২১ |
আবেদনের মাধ্যম: | ডাক মারফত (অফলাইন) |
আবেদনের ঠিকানা: | আবেদনপত্র জেলা প্রশাসক, হবিগঞ্জ বরাবর আগামী ২০/০৯/২০২১ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাক মারফত দাখিল করতে হবে। |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.habiganj.gov.bd |
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জব ডিটেলস:
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৭৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) কোন স্বীকৃত বাের্ড হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং গ) কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি প্রদেয় বাংলা ২০ (বিশ) শব্দ ও ইংরেজি ২০(বিশ) শব্দ।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ।
বয়স: ১৮-৩০ বছর।
বিঃদ্রঃ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে সরকারি বিধি মােতাবেক সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য।
আবেদন করার প্রক্রিয়া: আবেদনপত্র জেলা প্রশাসক, হবিগঞ্জ বরাবর আগামী ২০/০৯/২০২১ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাক মারফত দাখিল করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। স্বাক্ষরবিহীন, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
শর্তাবলী:
০১। আবেদনপত্র জেলা প্রশাসক, হবিগঞ্জ বরাবর আগামী ২০/০৯/২০২১ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাক মারফত দাখিল করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। স্বাক্ষরবিহীন, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
২। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
০৩। (১) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি www.forms.gov.bdjob অথবা WW.mopa.gov.bd ওয়েবসাইট হতে অথবা হবিগঞ্জ জেলার ওয়েবসাইট WWW.habiganj.gov.bd থেকেও সংগ্রহ করা যাবে। নির্ধারিত ফরম ব্যতীত আবেদন বিবেচনা করা হবে না। (২) নির্ধারিত আবেদনপত্র ফরমটি কম্পিউটার টাইপ করে পূরণ করতে হবে এবং A4 অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। কম্পিউটারে পূরণকৃত ফরমের প্রিন্ট কপি শুধুমাত্র স্বাক্ষর করতে হবে এবং একটি ছবি আঠা দিয়ে নির্ধারিত স্থানে লাগাতে হবে।
০৪। প্রার্থীর বয়সসীমা ২০/০৯/২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
০৫। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান/নাতি-নাতনীর ক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মােতাবেক তার পিতা/মাতা/পিতামহ/মাতামহের মুক্তিযােদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) | এর ফটোকপি যা গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নামসহ পদবীর সীল স্বাক্ষরসহ) করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্কের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
০৬। কোটা সম্পর্কিত সরকারি সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। কোটার ক্ষেত্রে প্রার্থীকে তার সংশ্লিষ্ট কোটা খামের উপর লিখতে | হবে। (শারীরিক প্রতিবন্ধী/এতিমক্ষুদ্র-নৃগােষ্ঠী/আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে)।
০৭। আবেদনপত্রের সাথে যে কোন তফসিলি ব্যাংক হতে জেলা প্রশাসক, হবিগঞ্জ এর অনুকূলে ৪০০/- (চারশত) টাকার ব্যাংক | ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) সংযুক্ত করতে হবে।
০৮। চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে হবে। এ ক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না।
০৯। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজাদি দাখিল করতে হবে:
ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নামসহ পদবীর সীল স্বাক্ষরসহ) সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের কপি।
খ) সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদ।
গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নামসহ পদবীর সীল স্বাক্ষরসহ) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নামসহ পদবীর সীল স্বাক্ষরসহ) সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের ছবি (স্বহস্তে নিজ নাম ছবির অপর পৃষ্ঠায় স্পষ্টাক্ষরে লিখতে হবে)।
ঙ) প্রার্থী কোন কোটার বিপরীতে আবেদন করলে তাকে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্রের সত্যায়িত (নামসহ পদবীর সীল স্বাক্ষরসহ) অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে ।
চ) খামের উপর মােটা অক্ষরে “হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন” উল্লেখ করতে হবে।
ছ) নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে $x সাইজের একটি খামে আবেদনকারীর নাম ও ঠিকানা লিখিত ১০/- (দশ) টাকার ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
১০। সন্তোষজনক পুলিশি ভেরিফিকেশন রিপাের্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরিতে নিয়ােগের অন্যতম প্রধান শর্ত।
১১। নিয়ােগ পরীক্ষা লিখিত, ব্যবহারিক (কম্পিউটার) এবং মৌখিক হবে। প্রার্থীকে নির্বাচনী (লিখিত/মৌখিক ও ব্যবহারিক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয় পত্র/জন্ম। নিবন্ধন সনদ, শিক্ষাগত যােগ্যতার সকল সনদপত্র, অভিজ্ঞতার সনদ, কম্পিউটারে পারদর্শিতার সনদ ও কোটা সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
১৩। ইতিপূর্বে যারা “হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।
১৫। প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে শিক্ষানবিশ হিসেবে নিয়ােগ দেয়া হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে চাকুরিবিধি অনুযায়ী চাকুরি স্থায়ী করা হবে।
১৬। চাকুরীর বিষয়ে কোন প্রকার প্রত্যক্ষ বা পরােক্ষ তদবীর/সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে।
১৭। কোন তথ্য গােপন করে অথবা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়ােগপ্রাপ্ত হলে কিংবা কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগাদেশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮। বর্ণিত পদে নিয়ােগের ক্ষেত্রে রিট পিটিশন নং-১৬৭১৪/২০১৭ হতে উদ্ভূত লীভ টু আপীল মামলা নং ৭৬৭/২০১৮ এ বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপীল বিভাগের আদেশ যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করা হবে।
১৯। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ কার্যক্রম স্থগিত, শর্ত পরিবর্তন, সংযােজন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। এ ছাড়াও দরখাস্ত বাছাই ও নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Deputy Commissioner Habiganj Job Circular 2021
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জব সার্কুলার 2021
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Jobs News পেজে ভিজিট করুন।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চাকরির খবর ২০২১
Post Related Things: হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চাকরির খবর ২০২১, জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২১, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জব সার্কুলার 2021, জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২১, Deputy Commissioner Habiganj Job Circular 2021, dcHabiganj Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।