পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২১: প্রতিবারের মত এইবার ও পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে ১ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২১: পল্লী সঞ্চয় ব্যাংকে নিম্নবর্ণিত শর্তাবলীতে একজন খন্ডকালীন আইন উপদেষ্টা নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Palli Sanchay bank Job Circular 2021
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | পল্লী সঞ্চয় ব্যাংক |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | ১ টি। |
লোক সংখ্যা: | ৫০ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | S.S.C/H.S.C |
গ্রেড: | দেয়া নাই |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ৪ নভেম্বর ২০২১ তারিখ |
আবেদনের মাধ্যম: | আগামী ৪-১১-২০২১ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর (বিজ্ঞপ্তিতে দেওয়া আছে) নিকট পৌঁছাতে হবে। |
অফিসিয়াল ওয়েবসাইট: | pallisanchaybank.gov.bd |
জব ডিটেলস:
পদের নাম: আইন উপদেষ্টা
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এল এল. বি (সম্মান), এল এল. এম। শিক্ষাজীবনে ৩য় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: দেয়া নাই
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সাথে:
১) প্রয়োজনীয় সনদপত্রসহ
২) সদ্য তোলা ০২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি
আগামী ৪-১১-২০২১ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর (বিজ্ঞপ্তিতে দেওয়া আছে) নিকট পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২১
শর্তাবলী:
১. শিক্ষাগত যোগ্যতা: এল এল. বি (সম্মান), এল এল. এম। শিক্ষাজীবনে ৩য় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়।
২. বাংলাদেশ বার কাউন্সিল-এর সনদ থাকতে হবে।
৩. সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা (হাইকোর্ট বিভাগে ন্যূনতম ০৫ ও আপিল বিভাগে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে)।
৪. ফৌজদারি অপরাধে দন্ডপ্রাপ্ত বা বিচারাধীন প্রার্থী আবেদন করার যোগ্য নন।
৫. প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে পারফরমেন্সের ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
৬. মাসিক সম্মনী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
৭. আইন উপদেষ্টাকে প্রতি কর্মদিবসে ন্যূনতম ৩ ঘন্টা ব্যাংকে অফিস করতে হবে। আইন উপদেষ্টা ব্যাংকের বিভিন্ন আইনগত বিষয়ে মতামত প্রদানসহ বিভিন্ন আদালতের মামলাসমূহ তদারকি করবেন।
সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Palli Sanchay bank Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।
পল্লী সঞ্চয় ব্যাংক সম্পর্কিত কিছু কথা:
দারিদ্র্য বিমোচনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্প (বতর্মান নাম আমার বাড়ি আমার খামার প্রকল্প) গ্রহণ করা হয় ২০০৯ সালে। উক্ত প্রকল্পের কার্যক্রমকে প্রতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা, প্রতিটি শেয়ারের মূল্যমান ১০০ টাকা। ব্যাংকের ৫১% শেয়ারের মালিক সরকার এবং ৪৯% শেয়ারের মালিক সমিতি সমূহ। ব্যাংকের পরিচালনা বোর্ড এর সদস্য সংখ্যা ১৫ জন, তম্মধ্যে সরকার কর্তৃক নির্বাচিত ৮ জন এবং প্রতি প্রশাসনিক বিভাগ হতে সমিতি কর্তৃক নির্বাচিত ১ জন।
লক্ষ্যঃ
১) সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি এবং সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য সঞ্চয়ের বিপরীতে ইনসেনটিভ প্রদান।
২) সুবিধাবঞ্চিত মানুষের সঞ্চয়ে সৃষ্ট তহবিল গড়া, সহজ শর্তে প্রয়োজনমাফিক ঋণ সহায়তা দেয়া, প্রতি বাড়িকে আয়বর্ধক উৎপাদনশীল খামারে রূপান্তর করা, উৎপাদিত পণ্য প্রক্রিয়াকরণ এবং বিপণনের মাধ্যমে সঞ্চিত আমানত নির্ভরতায় দরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করা।
উদ্দেশ্যঃ
১) সুবিধাবঞ্চিত মানুষের ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে তথা মাইক্রোসেভিংস কার্যক্রমের মাধ্যমে পুঁজি গঠনে সহায়তা করা।
২) প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করে প্রয়োজনীয় ঋণ সহায়তা দিয়ে প্রতিটি বাড়িকে উৎপাদনমুখী কর্মকান্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা এবং কৃষি সেক্টরে প্রান্তিক পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি করা।
৩) আয়বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করা।