রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: প্রতিবারের মত এইবার ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ৬ টি পদে ১৪ জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এ নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে অনলাইন (online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
RPGCL Job Circular 2022
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ৬ টি। |
লোক সংখ্যা: | ১৪ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | ডিপ্লোমা/বিএসসি, স্নাতক, স্নাতকোত্তর |
গ্রেড: | ৯,১০ |
আবেদনের শুরুর তারিখ: | ১৫-২-২০২২ |
আবেদনের শেষ তারিখ: | ১৫-৩-২০২২ তারিখ। |
আবেদনের মাধ্যম: | অনলাইন। |
আবেদনের ঠিকানা: | http://rpgcl.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://www.rpgcl.org.bd/ |
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড এ ৬ পদ খালি আছে। এই ৬ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।
জব ডিটেলস:
পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক/সিভিল)
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রী।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা ।
বয়স: ৩০ বছর।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক(আইসিটি)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা ।
বয়স: ৩০ বছর।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক(প্রশাসন)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা ।
বয়স: ৩০ বছর।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক(হিসাব)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা ।
বয়স: ৩০ বছর।
পদের নাম: সহকারী কর্মকর্তা(প্রশাসন)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা ।
বয়স: ৩০ বছর।
পদের নাম: সহকারী প্রকৌশলী(সিভিল/অটোমোবাইল)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রী।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা ।
বয়স: ৩০ বছর।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:
- আবেদন ফিঃ ৫০০ টাকা
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীরা http://rpgcl.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫-৩-২০২২ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত আবেদন করা যাবে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
শর্তাবলি:
১। অনলাইনে আবেদনপত্র গ্রহণ, পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ এবং সময়: এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। সেলক্ষ্যে http://rpgcl.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করলে একটি লিংক পাওয়া যাবে। ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ এবং সময় নিম্নরূপ:
(ক) ১৫/০২/২০২২ সকাল ১০:০০ টা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে।
(খ) ১৫/০৩/২০১২ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পন্ন করতে হবে।
(গ) শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনাে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
২। অনলাইনে আবেদন করার পদ্ধতি: (ক) প্রার্থীকে Teletalk Bangladesh Ltd.-এর Web address (http:/rpgcl.teletalk.com.bd) অথবা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এর Web address (www.rpgcl.org.bd)-এর মাধ্যমে আরপিজিসিএল কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে (Online Registration কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে। উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে Advertisement, Instructions for Submitting Application এবং ০৬ (ছয়) ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত Application Form (আবেদন ফরম) এর রেডিও বাটন দেখা যাবে।
Advertisement-এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)এর Web address (WWW.rpgcl.org.bd) -এ আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। ফর্ম পূরণের পূর্বে প্রার্থী এ Instruction অংশটি download করে প্রতিটি নির্দেশনা ভাল করে আয়ত্ত করে Application Form-এর প্রতিটি Field-এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণে Form পূরণ এবং লাল তারকা চিহ্ন Field সমূহ অবশ্যই পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে।
(খ) ছবি (Photo): আবেদন ফরম (Applicaiton Form) সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে Application ফরমটির Preview দেখা যাবে। Preview-এর নির্ধারিত স্থানে প্রার্থীকে নির্দিষ্ট মাপের নিজের সম্প্রতি তােলা রঙিন ছবি Scan করে Upload করতে হবে। সাদা-কালাে ছবি গ্রহণযােগ্য হবে না। উল্লেখ্য, ছবির আকার হবে 300 x 300 Pixel (JPG Format), কোনভাবেই এর কম বা বেশি নয় এবং File size হবে সর্বোচ্চ 10() KB. উল্লিখিত মাপের ছবি না হলে আবেদনপত্র বাতিল হবে। সাইড ভিউ/সানগ্লাসসহ ছবি গ্রহণযােগ্য হবে না। Home Page এর Help menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
(গ) স্বাক্ষর (Signature): Application Preview তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর Scan করে Upload করতে হবে। উল্লেখ্য, স্বাক্ষরের আকার হবে 300x 8) Pixel (JPG FoImat), কোনােভাবেই এর কম বা বেশি নয় এবং File size হতে হবে সর্বোচ্চ 600 KB.। উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীর নির্দিষ্ট মাপের স্বাক্ষর না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
(ঘ) ঘােষণা (Declaration): প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (Application Form) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘােষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনাে অযােগ্যতা ধরা পড়লে বা কোনাে অনিয়মের আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এরূপ কাজের জন্য ভবিষ্যতে RPGCL তার বিরুদ্ধে যে কোনাে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
(ঙ) SMS পাঠানাের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থীকে রঙিন প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s কপিতে একটি User ID দেওয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে Teletalk Bangladesh Ltd. কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি বাবদ অফেরতযােগ্য ৪৫০.০০ (চারশত পঞ্চাশ) টাকা জমা দিতে হবে:
(i) প্রথম SMS: RPGCL<space>User ID লিখে send করুন 16222 নম্বরে। Example: RPGCL ABCDEF
Reply: Applicant’s Name, TK-500.00 will be charged as application fee. Your PIN is (8 digit number) e.g.-XXXXXXXX To pay fee (পরীক্ষার ফি জমা): Type RPGCL< Space>Yes<Space>PIN and send to 16222.
(ii) দ্বিতীয় SMS: RPGCL<space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে Example : RPGCL YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for RPGCL Application for <post name> User ID is (xXxxxx) and Password (XXXXXXXX).
“বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনাে অবস্থাতেই গ্রহণ করা হবে না”।
(চ) প্রবেশপত্র (Admit Card): প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://rpgcl.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এর Web address (www.rpgcl.org.bd)-এ এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়৷ উপরের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি জমা হলে টেলিটক হতে প্রেরিত উত্তরে প্রার্থীকে একটি User ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি সংবলিত Admit Card (প্রবেশপত্র) download করে রঙিন প্রিন্টপূর্বক সংরক্ষণ করতে হবে৷ এই Admit Card (প্রবেশপত্র)টি লিখিত/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
(ছ) পাসওয়ার্ড মুছে গেলে বা হারিয়ে গেলে: শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত পদ্ধতিতে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:
i) User ID জানা থাকলে মােবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RPGCL<Space>Help<Space>User>Space>User ID and send to 16222
(Example: RPGCL HELP USER ABCDEF & Send to 16222)
ii) PIN Number জানা থাকলে RPGCL<Space>Help<Space>PIN>Space>PIN No. and send to 16222 (Example: RPGCL HELP PIN XXXXXXXX & Send to 16222)
(জ) অনলাইনে আবেদনে সমস্যা হলে: Online পদ্ধতিতে আবেদন করতে কোনাে সমস্যা হলে Teletalk নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে (Mail এর Subject Organization Name: ‘RPGCL’, Post Name ******Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
৩। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তে লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে sms-প্রেরণ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং RPGCL-এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানাে হবে।
৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে বর্ণিত সকল তথ্যের স্বপক্ষে নিম্নোক্ত কাগজপত্র/সনদের মূল কপি এবং একসেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী কমিটি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন/জমা দিতে হবে:
ক) সকল শিক্ষাগত যােগ্যতার সনদ ও মার্কশিট এবং অভিজ্ঞতার (যদি থাকে) সনদ;
খ) সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
ঘ) রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদন এর জন্য জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে);
ঙ) বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশি বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate);
চ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র; ছ) সদ্য তােলা তিন কপি রঙিন পাসপাের্ট সাইজ ছবি;
জ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি।
৫। বয়সসীমা: সকল পদের জন্য প্রার্থীর বয়স ০২/০২/২০২২ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ (ত্রিশ) বছর। তবে, বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। প্রার্থীর বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবাের্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটে লিপিবদ্ধ জন্মতারিখ প্রকৃত জন্মতারিখ হিসেবে গণ্য করা হবে। ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়সসংক্রান্ত কোনাে এফিডেভিট (Affidavit) গ্রহণযােগ্য হবে না।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
৬। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মুক্তিযােদ্ধা সনদের সঠিকতা যাচাই করা হবে। বীর মুক্তিযােদ্ধার সন্তান হিসেবে আবেদনকারীকে পিতা/মাতার মুক্তিযােদ্ধার প্রমাণপত্র এবং প্রতিবন্ধী হিসেবে আবেদনকারীকে সমাজকল্যাণ অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রদত্ত মূল সনদ উপস্থাপন এবং সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
৭। জিপিএ/সিজিপিএ-তে ফলাফলপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যােগ্যতার বিভাগ/শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/পরিপত্র অনুসরণ করা হবে। কোনাে Appeared প্রার্থী আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না।
৮। অনলাইন আবেদনপত্রে পুরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। কাজেই, অনলাইনে আবেদনপত্র দাখিল করার পূর্বেই পূরণকৃত/ পুনঃপূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেনা অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিতাত্রটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৯। আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যােগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যােগ্যতা গােপন রেখে পরবর্তীসময়ে প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনাে সুযােগ দাবী করলে তা অগ্রহণযােগ্য হবে।
১০l কোনাে প্রার্থী নিয়ােগ লাভের পর তার প্রদত্ত কোনাে তথ্য অসত্য/মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তে নিয়ােগের বিষয়ে কোনাে প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১২। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৩। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তে নির্বাচিত প্রার্থীদের প্রযােজ্যতা অনুযায়ী কোম্পানির বিভিন্ন স্থাপনায় ও প্রত্যন্ত অঞ্চলে (কক্সবাজারের মহেশখালী, মাতারবাড়ি, চট্টগ্রাম, সিলেটের গােলাপগঞ্জ, আশুগঞ্জ ও অন্যান্য স্থান) চ্যালেঞ্জিং কাজে পােস্টিং প্রদান করা হবে। প্রত্যন্ত অঞ্চলে চাকরি করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই।
১৪। কোনাে কারণদর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়ােগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৫৷ একজন প্রার্থী একটিমাত্র পদে আবেদন করতে পারবেন। কোনাে প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে।
১৬। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এ নিয়ােগের ক্ষেত্রে সরকারি সর্বশেষ বিধি-বিধান এবং কোম্পানির চাকরি প্রবিধানমালা ও নিয়ােগ নীতিমালা অনুসরণ করা হবে।
১৭। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তে নিয়ােগ সংক্রান্ত তথ্যাদি আরপিজিসিএল-এর ওয়েবসাইটে (www.rpgcl.org.bd) পাওয়া যাবে।
সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Rupantarita Prakritik Gas Company Limited Job Circular 2022
অন্যান্য চাকরির খবর জানুন…
বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২২, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2022, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড সম্পর্কে কিছু কথা:
The Rupantarita Prakritik Gas Company Limited is a public university located at Kotbari, Cumilla, Bangladesh. The university was constructed on 250 acres (100 ha) of land at Shalban Vihara, Moynamoti. Comilla University is affiliated by University Grants Commission, Bangladesh.
Vision:
Centre of knowledge for enlightened, creative, and competent human resource
Missions: To meet up its vision, Comilla University sets its missions to—
- Offer a full range of degree programs covering bachelor, masters, doctoral, and professional levels to the wide variety of students across the world to acquire existing knowledge and create new;