বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: প্রতিবারের মত এইবার ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ৪ টি পদে ১৬ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নিমবর্ণিত শূন্য পদে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের পার্শে বর্ণিত বেতনক্রম অনুযায়ী লোেক নিয়ােগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ( http://biwtc.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (online) এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
BIWTC Job Circular 2022
জব হাইলাইট
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ৪ টি |
লোক সংখ্যা: | ১৬ জন |
শিক্ষাগত যোগ্যতা: | বিজ্ঞপ্তিতে দেখুন |
গ্রেড: | – |
আবেদনের শুরুর তারিখ: | — |
আবেদনের শেষ তারিখ: | ৮-৮-২০২২ তারিখ |
আবেদনের মাধ্যম: | অফলাইন |
আবেদনের ঠিকানা: | প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তথ্যসহ আগামী ০৮/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে “চীফ পার্সোনেল ম্যানেজার, বিআইডব্লিউটিসি, ২৪ কাজী নজরুল ইসলাম। এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০” বরাবরে আবেদন করার জন্য অনুরােধ করা হলাে। |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.biwtc.gov.bd |
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ৪ টি পদ খালি আছে। এই ৪ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- আবেদন ফি: ৫০০ টাকা
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তথ্যসহ আগামী ০৮/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে “চীফ পার্সোনেল ম্যানেজার, বিআইডব্লিউটিসি, ২৪ কাজী নজরুল ইসলাম। এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০” বরাবরে আবেদন করার জন্য অনুরােধ করা হলাে।
আবেদনের শেষ তারিখ ও সময়: ৮-৮-২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
শর্তাবলী:
(ক) প্রার্থীদেরকে অবশ্যই ডাক্তারের সনদ অনুযায়ী সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আবেদনপত্র সম্পূর্ণ বাংলায় লিখতে হবে। বর্ণিত পদের জন্য বিআইডব্লিউটিসি’র অনুকূলে প্রার্থীদের ৫০০/-(পাঁচশত) টাকার পােষ্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ (পােষ্টাল অর্ডার অবশ্যই ৫০/- বা ১০০/- টাকা মূল্যমানের হতে হবে) আবেদনপত্র আগামী ০৮/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র বিবেচনা করা হবে না।
খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। স্বাক্ষরবিহীন ও অস্পষ্ট আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
(গ) আবেদনপত্রের সাথে সদ্য তােলা পাসপাের্ট সাইজের ৫(পাঁচ) কপি (ফ্রন্ট ভিউ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছবি (পার্শ্ব ছবি গ্রহণযোগ্য হবে না) ব্যাংক ড্রাফট/পেষ্টিলি অর্ডার/পে-অর্ডার এবং ১০(দশ) টাকা মূল্যমানের ডাক টিকেট যুক্ত প্রার্থীর ঠিকানা সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে যােগ্যতাকলামে উল্লিখিত সনদপত্রসহ জাতীয় পরিচয়পত্র এবং আবেদনের ঘােষণা অনুযায়ী সনদপত্র সংযােজন করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদনের ঘােষণা মােতাবেক জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের একসেট সত্যায়িত ফটোকপিসহ মূল কপি আনতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।
(ঘ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
ঙ) নিয়ােজনের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন প্রকার আপত্তি গ্রহণযােগ্য হবে না।
চ) যথাযথ কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ছাড়াই যে কোন আবেদন বাতিল করার ক্ষমতা রাখে।
পুরোনো বিজ্ঞপ্তি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পুরোনো বিজ্ঞপ্তি
সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Bangladesh Inland Water Transport Corporation Job Circular 2022
অন্যান্য চাকরির খবর জানুন…
বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।
” বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ সংস্থা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি নিম্নে দেওয়া হলো”
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (সংক্ষেপ বিআইডব্লিউটিএ নামে বেশি পরিচিত) বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যে দেশের অভ্যন্তরীণ নৌ চলাচল নিয়ন্ত্রণ করে। এটি নৌ পরিবহন নিয়ন্ত্রণ ও উন্নয়ন সহ নৌযান সমূহের জন্য বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন, অনুমোদন, নিবন্ধন ইত্যাদি কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত। ঢাকার মতিঝিলে এর প্রধান কার্যালয় অবস্থিত এবং এটি বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন। ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ হিসেবে পূর্ব পাকিস্তান সরকার একটি সনহস্থা প্রতিষ্ঠা করেছিল। ১৯৫৮ সালের ৩১ অক্টোবর পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ ১৯৫৮ (ই.পি. অধ্যাদেশ, ১৯৫৮-এর LXXV নং) দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে এ অঞ্চলের নৌ পরিবহন খাত নিয়ন্ত্রণ, পরিচালনা ও উন্নয়নের লক্ষে সংস্থাটি গঠিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।
মিশন:
Bangladesh has about 24,000 km. of rivers, streams, and canals that together cover about 7% of the country’s surface. Most part of the country is linked by a complex network of waterways that reaches its extensive size in the monsoon period. Out of 24,000 km. of rivers, streams, and canals only about 5,968 km. is navigable by mechanized vessels during the monsoon period which shrinks to about 3,865km.
during the dry period. The IWT sector carries over 50% of all arterial freight traffic and one-quarter of all passenger traffic.
ভিসন:
Fixation of maximum and minimum fares and freight rates for Inland Water Transport on behalf of the Government;
Approve timetables for passenger launch services;
Inspection shies, cargo, and inland vessel to ensure compliance with the provision of ISO -1976;
Act as the Competent Authority of Bangladesh for the protocol on Inland Water Transit and Trade, looking after the use of waterways of Bangladesh on behalf of the Govt. of Bangladesh for the purpose of trade and transit between Bangladesh and India as provided in the Protocol.