Amana Group Job Circular 2021
আমানা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: আমানা গ্রুপ এর নিম্নোক্ত স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিবারের মত এইবার ও আমানা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে জনবল নিয়োগ দিবে। সবাই চায় বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করতে। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
AG Job Circular 2021
প্রতিষ্ঠানের নাম: আমানা গ্রুপ
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | আমানা গ্রুপ |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | ১ টি। |
লোক সংখ্যা: | not specific |
শিক্ষাগত যোগ্যতা: | Bachelor degree in discipline, CSE will be preferred. |
বেতন: | Negotiable |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ২৪ আগস্ট ২০২১ তারিখ। |
আবেদনের মাধ্যম: | অনলাইনে। |
আবেদনের ঠিকানা: | https://jobs.bdjobs.com/ |
অফিসিয়াল ওয়েবসাইট: |
আবেদনের নিয়ম: please apply through https://jobs.bdjobs.com/ canvassing in any form will immediately lead to disqualification.
আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।
আমানা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
আমানা গ্রুপ নিয়োগ ২০২১
Amana Group Job Circular 2021
আমানা গ্রুপ চাকরির খবর ২০২১
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Jobs News পেজে ভিজিট করুন।
আমানা গ্রুপ জব সার্কুলার ২০২১
Post Related Things: আমানা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি, আমানা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, আমানা গ্রুপ চাকরির খবর ২০২১, আমানা গ্রুপ জব সার্কুলার ২০২১, আমানা গ্রুপ নিয়োগ ২০২১, Amana Group Job Circular 2021, AG Job Circular 2021, প্রাইভেট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, কোম্পানির চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, private job circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
পুলিশ সুপারের কার্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
বেসরকারি চাকরির খবর
আমানা গ্রুপ সম্পর্কে কিছু কথাঃ
প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় আমাদের দেশের মত উন্নয়নশীল দেশে একটি বাণিজ্যিক কোম্পানী প্রতিষ্ঠা ও পরিচালনা করা খুবই কঠিন কাজ। প্রতিনিয়ত তথ্য প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে নতুন নতুন ধ্যান-ধারণা, কর্মপদ্ধতি এবং বিক্রয় ব্যবস্থাপনা সামনে আসছে। ফলে প্রতিদিনই মানুষের চাহিদা, ব্যবস্থাপনা ও সেবার ধরণে পরিবর্তন ঘটছে। এ দ্রুত পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ সামনে রেখে আমানা গ্রুপ ২০১০ সালে তার কর্মযাত্রা শুরু করে। সমসাময়িক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসায়ীক প্রতিযোগিতায় টিকে থাকা ও হালাল করণের মহান অঙ্গীকার বাস্তবায়ন করার চ্যালেঞ্জ সামনে রেখে আল্লাহপাকের অশেষ মেহেরবাণীতে কোম্পানী ৮ম বছর অতিবাহিত করেছে।
আলহামদুলিল্লাহ,
প্রাথমিক অবস্থার সময়কাল অত্যান্ত সফলতার সাথে কোম্পানী অতিক্রম করেছে। বর্তমানে কোম্পানী তার কার্যক্রম সমগ্র বাংলাদেশে সম্প্রসারণ করার লক্ষে ঢাকায় দু’টি অফিস চালু করেছে। আমানা গ্রুপ আজকে রাজশাহী বিভাগের একটি গর্বিত প্রতিষ্ঠান। অর্থযোগান, বিনিয়োগ, দারিদ্র্য দুরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এ কোম্পানীর অবদান আজ সর্বজনবিদিত। কোম্পানীতে ৩৯৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে। তাদেরকে নিয়মিত ট্রেনিং এর মাধ্যমে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রতিষ্ঠানের সেবা ও পরিচর্যার মাধ্যমে সামনে এগিয়ে নেয়ার ব্যবস্থা করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব হয়ে পড়েছে।
আসুন! আমরা সেই মন মানসিকতা নিয়ে কাজ করি।
আমানা গ্রুপ লি:-এর শেয়ারহোল্ডারগণও এ অগ্রযাত্রায় শামিল হয়ে প্রতিষ্ঠানটির কল্যাণে আরো ব্যাপকভাবে কাজ করবেন। শেয়ারহোল্ডারগণের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে এ প্রতিষ্ঠানটি আরো অধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে সক্ষম হবে। এতে করে শেয়ারহোল্ডারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শক্ত কাঠামো তৈরি করবে বলে আমরা প্রত্যাশা করছি।
লক্ষ্য ও উদ্দেশ্য
বৈধভাবে ব্যবসা করে পরিচালক ও শেয়ার হোল্ডারদের জন্য ব্যাপক মুনাফা, আর্থিক সস্বাবলম্বিতা অর্জন করে সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটানো। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান এবং সরকারের উন্নয়নে সহযোগিতা প্রদান। সুদক্ষ কর্মকর্তা তৈরির মাধ্যমে জাতি গঠনে বাস্তব ভূমিকা রাখা। সর্বোপরি সরকারের মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভে সকল কর্মকর্তা/কর্মচারী নিয়ে ব্যাপক প্রচেষ্টা চালানো।
Source: https://www.amanagroupbd.com/bn