বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ ২০২১: প্রতিবারের মত এইবার ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে ২ জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ ২০২১: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়-এর অধীন একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান)-এ নিম্ললিখিত পদে শিক্ষানবিশ (শিক্ষানবিশকাল সম্ভোষজনকভাবে সম্পন্ন হলে স্থায়ীযোগ্য) হিসেবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ 2021
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | ১ টি। |
লোক সংখ্যা: | ২ জন |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি |
গ্রেড: | দেয়া নাই |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ০৬ জানুয়ারি, ২০২২ |
আবেদনের মাধ্যম: | ডাকযোগে/কুরিয়ার |
অফিসিয়াল ওয়েবসাইট: | — |
জব ডিটেইলস:
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বেতন স্কেল: ১০,৫০০-১৭,৯৬০ টাকা।(নির্ধারিত বেতন স্কেলের অনুযায়ী মূল বেতন টাকা ১০,৫০০ – ১৭,৯৬০/- সহ মূল বেতনের ৬০% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা, গোষ্ঠী বীমা, মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।)
বয়স: ১৮-৩০ বছর।
আবেদনের শেষ সময়: আবেদনপএ ০৬ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের আগামী ০৬ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ভবন (৫ম তলা), ৫৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২ বরাবরে আবেদনপত্র পৌঁছাতে হবে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ ২০২১
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ ২০২১
শর্তাবলী:
০১। আগামী ০৬ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ভবন (৫ম তলা), ৫৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২ বরাবরে আবেদনপত্র পৌছাতে হবে।
০২। পরীক্ষার তারিখ, সময় ও স্থান সম্পর্কে প্রার্থীগণকে যথাসময়ে তার স্ব-স্ব বর্তমান ঠিকানায় জানানাে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৩। আবেদনের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান/প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যােগ্যতার সনদের অনুলিপি, অভিজ্ঞতা সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান অথবা উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে যথাযথ চারিত্রিক সার্টিফিকেট এবং সদ্যতােলা ৪ (চার) কপি পাসপাের্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে প্রয়ােজনীয় তথ্যাদির সাথে মােবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
০৪। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/অন্যান্য চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৫। ক্রটিপূর্ণ/অসম্পূর্ণ বা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। পরবর্তীতে অসত্য/ভুল তথ্য উদঘাটিত হলে কর্তৃপক্ষ আবেদনপত্র বাতিল বা প্রার্থীকে অযােগ্য ঘােষণা করতে পারবে। সর্বক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্তবলে গণ্য হবে।
০৬। কোনাে প্রকার কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন/বাতিল করতে পারবে।
সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
Post Related Things: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ ২০২১, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Bangladesh NGO Foundation Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা:
The Government of the Peoples’ Republic of Bangladesh has established Bangladesh NGO Foundation to support the NGOs, with a view to associate the Non-Governmental Organizations in the process of achieving the Millennium Development Goal. The Foundation was established through a Resolution of the Government on 02 December 2004 that was published in the Bangladesh Gazette on 11 December 2004.
The FOUNDATION has then registered a non-profit association within the meaning of Section 28 of the Companies Act, 1994 and is established for financing Non-Governmental Organization (NGOs) and other voluntary organizations including Community Based Organizations (CBOs) duly registered under the relevant laws of Bangladesh and working in the country for providing basic social services such as education, nutrition and health, sanitation support, safe drinking water, environmental protection and any other services needed by the poor, the ultra poor, women and children and the ethnic minorities. The Organizations receiving funds from the FOUNDATION shall be known as Partner Organizations (POs).
The objectives for which the FOUNDATION is established are any or all of the following :
1. To Improve the well-being of the poor, the ultra poor, the impoverished, the disadvantaged and the vulnerable communities and/or persons in Bangladesh through finding the Partner Organizations.
2. To finance the POs working for capacity building of the disadvantaged and other backward sections of the population.
3. To provide funds to the POs that are working for the women, children, the ethnic minorities and the marginalized communities in order to integrate them with the mainstream of development activities by establishing an effective correlation between service/support structure and their communities.