১ টি পদে ৪ জন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২১ সার্কুলার

Rate this post

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২১: প্রতিবারের মত এইবার ও বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে ৪ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২১: বরগুনা জেলার ইউনিয়ন পরিষদের নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে লােক নিয়ােগের জন্য নিম্নলিখিত শর্তে বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Barguna Deputy Commissioner’s Office Job Circular 2021

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:১ টি।
লোক সংখ্যা:৪ জন।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক
গ্রেড:১৪
আবেদনের শুরুর তারিখ:দেয়া নাই
আবেদনের শেষ তারিখ:২৮-১১-২০২১ তারিখ।
আবেদনের মাধ্যম:অফলাইন।
আবেদনের ঠিকানা:আবেদনপত্র আগামী ২৮.১১.২০২১ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, বরগুনা বরাবর সরকারি ডাকযােগে পৌছাতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট:www.barguna.gov.bd

জব ডিটেইলস:

পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদ সংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা ।
বয়স: ১৮-৩০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র আগামী ২৮.১১.২০২১ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, বরগুনা বরাবর সরকারি ডাকযােগে পৌছাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮-১১-২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২১

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ 2021

অথবা(উপরের ফর্ম টি ব্যবহার করলে ভাল)

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২১

০১। আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত চাকুরির আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের (WWW.mopa.gov.bd) ওয়েবসাইট অথবা জেলা প্রশাসক, বরগুনা-এর ওয়েবসাইট (www.barguna.gov.bd) এবং বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা হতে সংগ্রহ করা যাবে।

০২। আবেদনপত্র আগামী ২৮.১১.২০২১ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, বরগুনা বরাবর সরকারি ডাকযােগে পৌছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।

০৩। সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত (প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা | কর্তৃর্ক) রঙিন ছবি আবেদনের নির্ধারিত স্থানে লাগাতে হবে। ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে।

০৪। পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকার পে-অর্ডার, জেলা প্রশাসক, বরগুনা-এর অনুকূলে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।

০৫। প্রার্থীর বয়স ২৮.১১.২০২১ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা কোটা সংক্রান্ত বিদ্যমান সরকারি নীতিমালা অনুযায়ী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট কোন ক্রমেই গ্রহণযােগ্য হবে না।

০৬। খামের উপর পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে।

০৭। প্রার্থী কোন সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/অনুমােদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ | কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না।

০৮। নিয়ােগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ােগ বিধি এবং সরকার নির্ধারিত কোটা/বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

০৯। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১০। কোন তথ্য গােপন করলে কিংবা তথ্যের স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিলে ব্যর্থ হলে কিংবা কোন তদবিরের আশ্রয় নিলে তা প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।

১১। কর্তৃপক্ষ প্রয়ােজনবােধে যে কোন শর্ত সংযােজন/পরিবর্তন এবং পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারবেন।

১২। চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে তাকে নিয়ােগ প্রদান করা হবে না।

১৩। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

১৪। প্রার্থী যে ঠিকানায় প্রবেশপত্র পেতে আগ্রহী তা স্পষ্টভাবে খামের উপর উল্লেখ করত: ১০/- (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেটযুক্ত ৯.৫x৪.৫” সাইজের একটি খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

১৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক গ্রীক্ষার পূর্বে আবেদন ফরমে উল্লিখিত সকল তথ্যের সমর্থনে মূল সনদসমূহ জেলা প্রশাসক, বরগুনা বরাবর দাখিল করতে হবে।

১৬। বেতন-ভাতা সরকার নির্ধারিত হারে বিদ্যমান বিধি ও নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Barguna Deputy Commissioners Office Job Circular 2021

অন্যান্য চাকরির খবর জানুন…

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

Leave a Comment