কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । comillapbs Job Circular 2021

Rate this post

Comilla Palli Bidyut Samity (comillapbs) Job Circular 2021

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিন্মােক্ত চুক্তিভিত্তিক পদে লােকবল নিয়ােগ | প্যানেল তৈরীর নিমিত্তে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ইতিপূর্বে কর্মরত মিটার রিডার (চুক্তিভিত্তিক) /ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/ মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) গণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণের নিকট হতে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

প্রতিবারের মত এইবার ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ০১ টি পদে জনবল নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

comillapbs Job Circular 2021

প্রতিষ্ঠানের নাম: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি।

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি
চাকরির ক্যাটাগরি:বেসরকারি চাকরি
পদের সংখ্যা:১ টি।
লোক সংখ্যা:দেয়া নাই
শিক্ষাগত যোগ্যতা:দেয়া নাই
গ্রেড:দেয়া নাই
আবেদনের শুরুর তারিখ:দেয়া নাই
আবেদনের শেষ তারিখ:৩১ আগস্ট ২০২১ তারিখ।
আবেদনের মাধ্যম:অফলাইনে।
আবেদনের ঠিকানা:কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েব সাইট (www.pbs1.comilla.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং-পমাসপ ভার্সন-২) A4 সাইজের কাগজে ডাউনলােড পূর্বক নিজ হাতে পূরন করে আগামী ৩১-০৮-২০২১ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা এর ঠিকানায় প্রয়ােজনীয় কাগজপত্রসহ ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহনযােগ্য হবে না।
অফিসিয়াল ওয়েবসাইট:http://pbs1.comilla.gov.bd/

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জব ডিটেইলস:

পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)
পদ সংখ্যা: দেয়া নাই ।
শিক্ষাগত যোগ্যতা: দেয়া নাই
বেতন স্কেল: ১৪,৭০০-২৬,৪৮০ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।

অভিজ্ঞতাঃ আগ্রহী প্রার্থীর মিটার রিডার/ম্যাসেঞ্জার/ মিটার পবিস রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তি ভিত্তিক) পদে ০৩ (তিন) বছর/ ০৬ নির্দেশিকা/সার্কুলার (ছয়) বছর/০৯ (নয়) বছর ধারাবাহিক ও সন্তোষজনক ভাবে অনুযায়ী অন্যান্য কর্মসম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যােগ্যতাঃ প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্ব, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীর নিজস্ব বাই সাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীকে পাটিগনিতের মৌলিক বিষয় অর্থাৎ যােগ, বিয়ােগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে ০৩ (তিন) বছরের চুক্তিকালীন সময়ে প্রতি বছর প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন করা হবে। কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপনান্তে প্রথম পক্ষের ইচ্ছাক্রমে ন্যুনতম ০১/০২ (এক/দুই) টি কর্মদিবস বিরতি দিয়ে একই সমিতিতে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদী ২য় চুক্তি সম্পাদিত হবে। অতঃপর একই ভাবে সন্তোষজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে ৩য় চুক্তি সম্পাদিত হবে। তবে সর্বোচ্চ ০৯ (নয়) বছর বা ৫৫ বছর বয়স পর্যন্ত (যা আগে আসে) চুক্তি নবায়ন করা যাবে।

আবেদনের নিয়ম: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েব সাইট (www.pbs1.comilla.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং-পমাসপ ভার্সন-২) A4 সাইজের কাগজে ডাউনলােড পূর্বক নিজ হাতে পূরন করে আগামী ৩১-০৮-২০২১ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা এর ঠিকানায় প্রয়ােজনীয় কাগজপত্রসহ ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহনযােগ্য হবে না।

আবেদনের শেষ সময়:  ৩১ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Comilla Palli Bidyut Samity Job Circular 2021

০১। আবেদনপত্র পূরণ ও জমাদান: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েব সাইট (www.pbs1.comilla.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং-পমাসপ ভার্সন-২) A4 সাইজের কাগজে ডাউনলােড পূর্বক নিজ হাতে পূরন করে আগামী ৩১-০৮-২০২১ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা এর ঠিকানায় প্রয়ােজনীয় কাগজপত্রসহ ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহনযােগ্য হবে না। এছাড়াও সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদন পত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনও বাতিল বলে গণ্য হবে।

০২। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজাদি সংযুক্ত করতে হবে: (ক) সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি; (খ) শিক্ষাগত যােগ্যতার সকল সনদ এর সত্যায়িত অনুলিপি; (গ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি; (ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। (ঙ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা বিআরইবি/ পবিস এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। (চ) সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত “অভিজ্ঞতা সনদ” যা এজিএম (প্রশাসন/মানব সম্পদ) কর্তৃক সত্যায়িত থাকতে হবে।

০৩। অন্যান্য শর্তাবলীঃ

ক) নিয়ােগপ্রাপ্ত প্রার্থীকে পবিসের অনুকূলে ১০,০০০.০০ (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফাসহ নিয়মানুযায়ী ফেরত প্রদান করা হবে।

খ) অভিজ্ঞতা সনদপত্রে উল্লিখিত প্রতিটি চুক্তিকাল তারিখসহ ছকে উল্লেখ পূর্বক বর্ণনা, জন্ম তারিখ, বর্তমান বয়স ইত্যাদি স্পষ্টভাবে (কোন পবিসে কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন) উল্লেখ থাকতে হবে।

গ) জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বাপবিবাের্ডের স্মারক নং- ২৭.১২.০০০০.১১০.৫৮.০০১.১৮.৩৬২৫ তারিখ- ১২ নভেম্বর ২০১৮ খ্রিঃ এর নির্দেশনা অনুসরন করা হবে।

ঘ) যে সকল প্রার্থী ইতােপূর্বে অত্র পবিসে মিটার রিডার (চুক্তি ভিত্তিক)/ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে কর্মরত ছিলেন তাঁদের আবেদন করার প্রয়ােজন নাই।

ঙ) অত্র পবিসে কর্মরত কর্মকর্তা/কর্মচারী বা বাের্ড পরিচালক/মহিলা পরিচালকগণের রক্ত সম্পকীয় কেউ অথবা তাঁদের স্বামী/স্ত্রী গণের রক্ত সম্পকীয় কেউ আবেদন করতে পারবেন না।

চ) বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা বর্তমানে মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিক্তিক) পদে কর্মরত আছেন তারা অত্র পবিসে আবেদন জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩১-০৮-২০২১ খ্রিঃ তারিখে যাদের চুক্তির মেয়াদ ০৩ (তিন) মাস আছে তারাও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ছ) কোন সমিতি হতে চলমান চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বেই কোন কারণে মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) যদি স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত / অপসারিত/ বরখাস্ত | চাকুরীচ্যুত/ দেশের কোন ফৌজদারী আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হলে তাদের আবেদন করার প্রয়ােজন নাই।

জ) প্রতারণামূলক ভাবে স্থায়ী ঠিকানা ভূল দিলে অথবা কেউ তথ্য গােপন করে আবেদন করলে / নিয়ােগপ্রাপ্ত হলে এবং তা প্রমাণিত হলে কোন কারণ প্রদর্শন ব্যতিরেকেই তাকে চাকুরীচ্যুত করা হবে এবং প্রয়ােজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝ) অসম্পূর্ণ । ভূল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

ঞ) কুমিল্লা জেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নাই।

ট) ইতােমধ্যে পুলিশ ভেরিফিকেশন না হয়ে থাকলে চাকুরীতে যােগদানের পর প্রার্থীর প্রাক-পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে চুক্তি বাতিল করা হবে।

ঠ) চুক্তিভিত্তিতে নিয়ােগ প্রাপ্ত মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার এর চাকুরী শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের জন্যই বলবৎ থাকবে, যা কখনও কোনক্রমেই নিয়মিত হবে না।

ড) প্রাপ্ত আবেদনপত্র বাছাইকার্য সম্পাদনের পর বর্তমান শূন্য পদের সংখ্যা ও পরবর্তী ০১ (এক) বৎসরের সম্ভাব্য চাহিদাকৃত পদের সংখ্যার ভিত্তিতে প্যানেল প্রস্তুত করা হবে।

ঢ) বর্ণিত শর্তাবলী ছাড়া অন্য কোন বিষয়ে জটিলতার সৃষ্টি হলে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2021

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি জব সার্কুলার ২০২১

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Jobs News পেজে বিজিট করুন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির খবর ২০২১

Post Related Things: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির খবর ২০২১, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি জব সার্কুলার ২০২১, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২১, Comilla Palli Bidyut Samity Job Circular 2021, comillapbs job circular 2021,

অন্যান্য চাকরির খবর জানুন…

সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি নিম্নে দেওয়া হলো”

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সংক্ষেপে বিআরইবি) হল বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা, যার দায়িত্ব হল বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌছে দেওয়া, যে কাজ বিআরইবি দেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে করে। এর প্রধান কার্যালয় ঢাকাতে অবস্থিত। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা। বিআরইবির বর্তমান চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মঈন উদ্দিন।

এই পল্লী বিদ্যুৎ সমিতি সমুহ সরকারের পরিকল্পিত ঘরে ঘরে বিদ্যুৎ এর মাধ্যমে সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতীয় গ্রিড হতে ৩৩ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ৩৩/১১ কেভি উপকেন্দ্র হতে ১১ কেভি ফিডারের মাধ্যমে সরাসরি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ১৯৭৭ সালে রাষ্ট্রপতির এক আদেশবলে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৮ সালে এটি কার্যক্রম শুরু করে। বিআরইবি বাংলাদেশের সবথেকে বড় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান যা প্রধানত গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ লাইন ও বিদ্যুৎ উপকেন্দ্র তৈরি করে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে তথা গ্রাম বাংলাকে শহরের অনুরুপ গঠনে সহায়ক ভূমিকা পালন করছে। ২০১১ সাল পর্যন্ত বিআরইবির উদ্যোগে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি গঠিত হয়েছে। এই পল্লী বিদ্যুৎ সমিতি সমুহ সরকারের পরিকল্পিত ঘরে ঘরে বিদ্যুৎ এর মাধ্যমে সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতীয় গ্রিড হতে ৩৩ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ৩৩/১১ কেভি উপকেন্দ্র হতে ১১ কেভি ফিডারের মাধ্যমে সরাসরি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

বিআরইবি বাংলাদেশের সবথেকে বড় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান যা প্রধানত গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ লাইন ও বিদ্যুৎ উপকেন্দ্র তৈরি করে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে তথা গ্রাম বাংলাকে শহরের অনুরুপ গঠনে সহায়ক ভূমিকা পালন করছে। ২০১১ সাল পর্যন্ত বিআরইবির উদ্যোগে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি গঠিত হয়েছে।

মিশন:

১. বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন

            ২. কোম্পানীসমূহের আর্থিক সক্ষমতা বৃদ্ধি

            ৩. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা

            ৪. আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল পদ্ধতির প্রবর্তন

            ৫. মানব সম্পদ উন্নয়ন

            ৬. গ্রাহক সেবা নিশ্চিত করা

            ৭. সিস্টেম লস কমিয়ে আনা

ভিসন:

২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের সকল নাগরিকের জন্য যৌক্তিকমূল্যে মানসম্মত নির্ভরযোগ্য বিদ্যুতের নিরবচ্ছিন্ন  সরবরাহ নিশ্চিতকরণ।

উৎস: https://bn.wikipedia.org/wiki

Leave a Comment