জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২২ সার্কুলার

Rate this post

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২২: প্রতিবারের মত এইবার ও জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ২ টি পদে ৮ থেকে বেশি জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: জেলা প্রশাসকের কার্যালয়,জয়পুরহাট ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় জনবল নিয়ােগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

DCJOYPURHAT Job Circular 2022

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:২ টি।
লোক সংখ্যা:৮ জন।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক,এইচএসসি
গ্রেড:১৪,১৬
আবেদনের শুরুর তারিখ:২-১-২০২২ তারিখ
আবেদনের শেষ তারিখ:৩১-১-২০২২ তারিখ
আবেদনের মাধ্যম:dcjoypurhat.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:www.joypurhat.gov.bd
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২২

প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়। জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর কাজ হল বৈদেশিক কর্মসংস্থানে নিয়োগপ্রাপ্ত কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদান সংক্রান্ত কার্যক্রম তত্বাবধান ও নিয়ন্ত্রন। জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়এ ২ পদ খালি আছে। এই ২ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।

জব ডিটেলস:

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা। বয়স: ১৮-৩০ বছর

পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ৫ টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস।
বেতন: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা। বয়স: ১৮-৩০ বছর

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:

  • আবেদন ফিঃ ১১২ টাকা
  • বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা dcjoypurhat.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর তারিখ ও সময়: ২-১-২০২২ তারিখ সকাল ১০.০০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ ও সময়: ৩১-০১-২০২২ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত আবেদন করা যাবে।

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২২

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ

জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

১১. অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcjoypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i). Online -এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২-১-২০২২ খ্রি. সকাল ১০.০০ টা।

(ii). Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ জানুয়ারি, ২০২২ খ্রি. বিকাল ৫.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এর জন্য প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে-কোনাে প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২২

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy -তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনাে teletalk Pre-paid মােবাইল নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ও teletalk এর SMS

সার্ভিস চার্জ বাবদ ১২.০০ (বারাে) টাকাসহ (অফেরৎ যােগ্য) মােট ১১২.০০ (একশত বারাে) টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS : DCJOYPURHAT<space>User ID লিখে Send করিতে হইবে 16222 নম্বরে। Example: DCJOYPURHAT ABCDEF

Reply : Applicant’s Name, Tk. 112 will be charged as application fee. Your PIN is xxxxXXXX, To pay fee Type DCJOYPURHAT <space> Yes<space> PIN and send to 16222

দ্বিতীয় SMS : DCJOYPURHAT <space>Yes<space>PIN লিখে Send করিতে হইবে 16222 নম্বরে।

Example: DCJOYPURHAT YES XXXXXXXX

Reply : Congratulation Applicant’s Name, Payment Completed successfully for DCJOYPURHAT Application for XXXXXXXX User ID is (XYZDEF) and Password (XXXXXXX).

(চ) জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dccjoypurhat.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন,

(জ) শুধুমাত্র Teletalk Pre-paid মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে: DCJOYPURHAT <space>HELP<space>USER<space>User ID send to 16222.

Example: DCJOYPURHAT HELP USER ABCDEF & Send to 16222

ii. PIN জানা থাকলে: DCJOYPURHAT <space>HELP<space>PIN<space>PIN NO send to 16222

Example: DCJOYPURHAT HELP PIN 12345678 & Send to 16222.

(ঝ) জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এ অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে কোন ফ্লেক্সিলােডের অথবা কম্পিউটার দোকানদার থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঞ. Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে, টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd বা alljobs.query@teletalk.com.bd বা dcjoypurhat@mopa.gov.bd a dcjoypurhat@gmail.com ই-মেইলে যােগাযােগ করা যাবে। ই-মেইলের Subject এ Organization name: DCJOYPURHAT , Post Name: xxxxxx, Applicant’s user ID, Contact number অবশ্যই লিখতে হবে।

১২. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়ােগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়ােগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৩. জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.sunamganj.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

১৪. আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৫. সম্পর্কিত যে কোন সর্বশেষ তথ্য জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট (সংস্থাপন শাখা) এর ওয়েবসাইট www.joypurhat.gov.bd এ পাওয়া যাইবে। এছাড়া QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল অপারেটর টেলিটকের জবপাের্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ BE করিয়াও বিজ্ঞপ্তিটি ও অন্যান্য তথ্যাদি পাওয়া যাইবে।বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।

১৬. কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করা যাবে। একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। নিয়ােগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একটি পদের বিপরীতে নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

১৭. আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। কোন প্রকার তদবীর প্রার্থীর অযােগ্যতা প্রমাণে ভূমিকা রাখবে।

১৮. জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশােধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

***শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ, জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, DCJOYPURHAT Job Circular 2022, JOYPURHAT Deputy Commissioners Office job circular 2022

অন্যান্য চাকরির খবর জানুন…

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

Leave a Comment