Kushtia Medical College Job Circular 2021
কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ,পারসােনেল-১ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং-৫৯.০০.০০০০.১০৯.১১.০১৯..২১-১৮৩ তারিখঃ ২০ মে ২০২১ খ্রিঃ মােতাবেক ছাড়পত্র পাওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়ার ৩য় শ্রেণীর রাজস্ব খাতভুক্ত নিম্মােক্ত সৃজনকৃত শুন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের স্থায়ী। নাগরিকদের নিকট হতে https://alljobs.teletalk.com.bd ও http://kumc.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহবান করা যাইতেছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ ০৭ টি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
KUMC Job Circular 2021
প্রতিষ্ঠানের নাম: কুষ্টিয়া মেডিকেল কলেজ
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | কুষ্টিয়া মেডিকেল কলেজ |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ৭ টি। |
লোক সংখ্যা: | ১৫ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | ডিপ্লোমা, স্নাতক, এইচ.এস.সি, এসএসসি |
গ্রেড: | ১১,১৩,১৪,১৬ |
আবেদনের শুরুর তারিখ: | ১ সেপ্টেম্বর ২০২১ তারিখ। |
আবেদনের শেষ তারিখ: | ২২ সেপ্টেম্বর ২০২১ তারিখ। |
আবেদনের মাধ্যম: | অনলাইন। |
আবেদনের ঠিকানা: | http://kumc.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট: | http://facilityregistry.dghs.gov.bd |
কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীরা http://kumc.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২-০৯-২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
১২। অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://kumc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ হতে পারবেন।
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১-০৯-২০২১ খ্রিঃ সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময় ঃ ২২০৯/২০২১ খ্রিঃ বিকেল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণOnline-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে জমা দিতে পারবেন।
খ. Online আবেদন পত্রে প্রার্থীর স্বাক্ষর( দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ Pixel)ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ Pixel)স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online-এ আবেদন পত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন পত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিয়ে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় আবেদনে পুরনকৃত অন্যান্য কাগজপত্রের সহিত জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র(Application Form) যথাযত ভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহApplication Preview দেখাযাবে। নির্ভুলভাবে আবেদনপত্রSubmit সম্পন্নপ্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী downloadপূর্বক প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid
Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ থেকে ৭ নং ক্রমিকে উল্লিবিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/= (একশত) টাকা এবং টেলিটক চার্জ বাবদ ১২/= (বার) টাকাসহ মােট ১১২/= (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। এখনে বিশেষভাবে উল্লেখ্য যে, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণকরে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online -এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ এবং চাকুরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত নূন্যতম যােগ্যতার সাথে যেমন-বয়স, শিক্ষগত যােগ্যতা, অভিজ্ঞতা,কোটা, জেলা ইত্যাদি যে কোন বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন পত্র যাচাই- বাছাইয়ের সময়/নিয়ােগের যে কোন পর্যায়ে বাতিল করা হবে। এক্ষেত্রে প্রার্থীর কোন আপত্তি গ্রহণযােগ্য হবে না।
প্রথম SMS:
KUMC<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে । Example: KUMC ABCDEF Reply: Applicant’s Name, TK-Application fee) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type KUMC<space> Yes<space> PIN and send to 16222
দ্বিতীয় SMS: KUMC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: KUMC YES 12345678। Reply: Congratulations Applicant’s Name, payment completed Successfully for KUMC Application for post XXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (kumc).
কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://humc.teletalk.com.bd এবং https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।(Online আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ছ. SMS -এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপ প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে।
জ. প্রবেশ পত্রে প্রার্থীর কোন ছবি না থাকিলে বা ছবির কোন গড়মিল হলে লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করিতে পারিবে না। ঝ, শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিতSMS পদ্ধতি অনুসরণ করে নিজনিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
1. User ID জানা থাকলে: KUMC<space>Help<space> User<space> User ID & Send to 16222 Example: KUMC Help User ABCDEF & send to 16222
II. PIN Number জানা থাকল্ল: KUMC<space>Help<space>PIN<space> PIN No & Send to 16222.22222 Example: KUMC Help PIN 12345678 & send to 16222
ঞ.Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljous.querv.g teletalk.com.bd এবং kustiamc@ac.dghs.gov.bd ই-মেইলে | যােগাযােগ করা যাবে। (Mail এর subject-এ Organization। Name: KUMC Post Name ** **, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উলেখ করতে হবে।)
১৩। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ বিজ্ঞণ্ডি কার্যক্রম স্থগিত, পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি, সময় পরিবর্তন ও বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৪। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি এখী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে স্বাধী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১৫। এটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন পত্র কোন কারন দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে এবং কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়ােগ প্রাপ্ত হলে কর্তৃপক্ষ দাঙ্গী হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগাপেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬। কোন ধরনের তদবির কিংবা সুপারিশ, প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৭। আবেদনকারী পিতার নাম, মাতার নাম,জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যে ভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু | সেভাবে লিখতে হবে।
১৮। মুদ্রিত হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজ পত্র ডাকযােগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযােগ্য হবে না।
১৯। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশহনের জন্য কোনরুপ টিএ/ডিএ প্রদান করা হবে না।
২০। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
২১। নিয়ােগ সংক্রান্ত হালনাগাদ তথ্যাদি এবং এই নিয়ােগ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি (https://alljobs.teletalk.com.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কুষ্টিয়া মেডিকেল কলেজ চাকরির খবর ২০২১
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Jobs News পেজে ভিজিট করুন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ জব সার্কুলার ২০২১
Post Related Things: কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি, কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, কুষ্টিয়া মেডিকেল কলেজ জব সার্কুলার ২০২১, কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, কুষ্টিয়া মেডিকেল কলেজ চাকরির খবর ২০২১, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ ২০২১, কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ ২০২১, Kushtia Medical College Job Circular 2021, KUMC Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
পুলিশ সুপারের কার্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কুষ্টিয়া মেডিকেল কলেজ সম্পর্কে কিছু কথা:
লালপুর বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নাটোর জেলার ২য় বৃহত্তম উপজেলা হল লালপুর যা লালপুর থানা হিসেবে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রশাসন বিকেন্দ্রিকরণের মাধ্যমে ১৯৮৩ সালে লালপুর থানা উপজেলায় উন্নীত হয়। লালপুর নামকরণের সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না গেলেও এখানে মুঘল আমলে লালখান নামে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বসবাস করতেন। জনসাধারণের ধারণামতে তার নামানুসারেই এই উপজেলার নাম লালপুর হয়েছে।
আজ থেকে ১৬০০ বছর পূর্বে গুপ্ত রাজাদের সম্রাজ্য সীমা বাংলাদেশের বহুদুর পর্যন্ত বিস্তৃত ছিল। লালপুর ও বড়াইগ্রাম এলাকায় তখন থেকে আর্য সভ্যতা বিস্তার লাভ করে। ইতিহাস বিখ্যাত নবরত্ন সভা ও বত্রিশ সিংহাসনের সুবিচারক রাজা বিক্রমাদিত্যের পুত্র কুমার গুপ্ত কর্তৃক প্রদত্ত একখানা তাম্রশাসন কিছুদিন পূর্বে এখানে আবিস্কৃত হয়েছে। যাতে ৪৩২ খ্রিষ্টাব্দে বড়াইগ্রাম থানার ধানাইদহ গ্রামের বরাহ স্বামী নামক জনৈক দৈবজ্ঞ ব্রাম্মনকে কিছু ভূমি দানের কথা উল্লেখ আছে।
১৯০৬-৭ খৃষ্ঠাব্দে কলিকাতায় যে শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয় তাহাতে বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলাদেশের পুরাতত্ব দর্শনীয় কতকগুলি দ্রব্য প্রদর্শন করেন। এই উপলক্ষে মৈত্রীয় মহাশয় নবাবিস্কৃত তাম্র শাসন খানি পরিষদে প্রেরন করেন। পরিষদের অন্যতম সহকারী সম্পাদক ব্যামকেশ মুস্তফি মহাশয়ের অনুরোধে প্রসিদ্ধ ঐতিহাসিক রাখাল দাস বন্দোপাধ্যায় তাম্র শাসন খানির পাঠ উদ্ধারের চেষ্টা করেন। তিনি তার বাংলার ইতিহাস (২য় সংস্করণ ৫৯ পৃষ্ঠা) গ্রন্থে জানান, এই তাম্র শাসনের অনেকাংশ পাঠ করা যায় না। যখন ইহা পরিষদে প্রেরিত হইয়াছিল তখন ইহার প্রথম অংশে মহারাজাধিরাজ কুমার গুপ্তের নাম ছিল। কিন্তু এই অংশ ক্রমশ ক্ষয় হইয়া যাইতেছি। ইহা রক্ষার জন্য পরিষদকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করিতে হইয়াছে।
২০০১-২০১১ এর দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৩.৫%। জেলায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৪৩০৮ জন বা প্রতি বর্গমাইলে ১১১৫৭ জন মানুষ বসবাস করে। গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ১৬৬৮ জন। ২০১৫ সালের জেলা পরিসংখ্যান তথ্য অনুযায়ী এ জেলায় স্বাক্ষরতার হার ৫৭.১০%, নারী স্বাক্ষরতার হার ৫৯.৪৮% এবং পুরুষ স্বাক্ষরতার হার ৫৪.৫৬%, যা জাতীয় স্বাক্ষরতার হার ৬৬.৪% এর চেয়ে কম। জেলায় ৬৭৫৬৫২ টি খানা বা পরিবার রয়েছে, প্রতি পরিবারের আকার ৪.৩৪%। জেলা পরিসংখ্যান অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার মোট জনসংখ্যার মধ্যে ২৮০২৫৬৭ জন মুসলমান, ১৪৪১০৫ জন হিন্দু, ৯৬৩ জন খ্রিস্টান, ৩৭৮ জন বৌদ্ধ এবং ২০৪ জন অন্যান্য ধর্মের অনুসারী।
Vision:
The vision is to see the people’s healthies, happier and economically productive to make Bangladesh a middle-income country by 2021.
Mission:
The mission is to create conditions whereby the people of Bangladesh have the opportunity to reach and maintain the highest attainable level of health.