জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: প্রতিবারের মত এইবারও জাতীয় ক্রীড়া পরিষদ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ৯ টি পদে ১২ জনকে নিয়োগ দিবে। তাই, শিক্ষাগত যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। নিম্নে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সার্কুলারটির সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হল।
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: জাতীয় ক্রীড়া পরিষদের নিম্নোক্ত রাজস্বখাতভূক্ত স্থায়ী শূন্য পদে জনবল নিয়ােগের জন্য প্রয়ােজনীয় যােগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
National Sports Council Job Circular 2022
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | জাতীয় ক্রীড়া পরিষদ |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | ৯ টি। |
লোক সংখ্যা: | ১২ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | ডিপ্লোমা, স্নাতক, এইচএসসি, এসএসসি, হাফেজ |
গ্রেড: | ৯,১০,১৫,১৬,২০ |
আবেদনের শুরুর তারিখ: | — |
আবেদনের শেষ তারিখ: | ৮/১২/২০২২ |
আবেদনের মাধ্যম: | অফলাইন। |
আবেদনের ঠিকানা: | আবেদনকারীকে সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানাযুক্ত খামে (খামে পদের নাম ও জেলা উল্লেখসহ) – ২৪.০২.২০২২ খ্রিঃ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযােগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌছাতে হবে। |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://nsc.gov.bd/ |
আরও দেখুন: চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা।
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- আবেদন ফি: ৬০০/৫০০/২০০ টাকা
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদন করার প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ আবেদনকারীকে সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানাযুক্ত খামে (খামে পদের নাম ও জেলা উল্লেখসহ) – ৫.১২.২০২২ খ্রিঃ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযােগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌছাতে হবে।
আবেদনের শেষ সময়: ৫-১২-২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
পুরোনো বিজ্ঞপ্তি
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
শর্তাবলী:
১। আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্যসহ সরকারি চাকরির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে (www.nsC.gov.bd) উক্ত আবেদন ফরম পাওয়া যাবে। আবেদনকারীকে সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানাযুক্ত খামে (খামে পদের নাম ও জেলা উল্লেখসহ) –
২। ২৪.০২.২০২২ খ্রিঃ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযােগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
৩। নিয়ােগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য, ফলাফল, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৪। জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নং যথাক্রমে ৩৪.০৩.০০০০.০০৩.০৮.০৬৩.১২-২১২০; তারিখ ঃ ৩১.০৮.২০১৫ খ্রিঃ ও ৩৪,০৩,০০০০,০০৩,০৮,০৬৩.১২; তারিখঃ ১২.০৩.২০২০ খ্রিঃ মােতাবেক যে সকল প্রার্থীগণ পূর্বে বর্ণিত পদের জন্য আবেদনপত্র জমা প্রদান করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।
৫। প্রত্যেক পদে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যে কোন তফসিলী ব্যাংক হতে ইস্যুকৃত ১০০/-(একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদ এর অনুকুলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
৬। আবেদনপত্রের সাথে সম্প্রতি তােলা ৩ কপি (৫x ৫ সেঃমি) সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে কোন সনদ/সনদের ছায়াকপি সংযুক্ত করার প্রয়ােজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ/সনদের মূল কপি উপস্থাপন করতে হবে।
৭। নিয়ােগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৮। সরকারি ও আধা-সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং ২৪.০২.২০২২ খ্রিঃ তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
৯। ২৪.০২.২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বৎসর এবং মুক্তিযােদ্ধা (মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান) ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা হবে ১৮ হতে ৩২ বৎসর। উল্লেখ্য মুক্তিযােদ্ধা/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
(১০) ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১১। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশােধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PKSF Job Circular 2023
- বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । Bashundhara Group Job Circular 2023
- বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BGB Job Circular 2023
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩ সার্কুলার – DU Job Circular 2023
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি (ডুয়েট) ২০২৩ । DUET Job Circular 2023
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।