আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি – Outsourcing job circular 2021
আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ঢাকা শের-ই-বাংলা নগরস্থ “এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরােসায়েন্সেস এন্ড হসপিটাল” শীর্ষক প্রকল্পের অনুকূলে ৩য় ও ৪র্থ শ্রেণীর জনবল আউটসাের্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মােতাবেক নিম্নোক্ত পদসমূহে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৩টি পদে মোট ০৪ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনি এবং আপনার পরিচিত যোগ্য প্রার্থী আবেদনও করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
Outsourcing Job Circular 2021
জব হাইলাইট
প্রতিষ্ঠানের নাম: | এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরােসায়েন্সেস এন্ড হসপিটাল |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ০৩ টি |
লোক সংখ্যা: | ০৪ জন |
গ্রেড: | ১৬,২০ |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি, এইচএসসি |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ২০ মে ২০২১ তারিখ |
আবেদনের মাধ্যম: | অফলাইনে |
আবেদনের ঠিকানা: | প্রকল্প পরিচালক, এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরােসায়েন্সেস এন্ড হসপিটাল, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদনপএ ডাকযােগে পৌঁছাতে হবে। |
অফিসিয়াল ওয়েবসাইট: | http://www.nins.gov.bd/nins/ |
পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (ডাটা এন্ট্রি অপারেটর) পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচ,এস,সি/সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা : মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০টি শব্দ ও ইংরেজীতে ২৮টি
শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ১৯,১১০ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।
পদের নাম : ড্রাইভার (লাইট)
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি পাশসহ কোন প্রতিষ্ঠানে গাড়ী চালক হিসেবে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের পূর্ব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১৮,৬১০ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।
পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি পাশসহ কোন প্রতিষ্ঠানে এম.এল.এস.এস হিসেবে কমপক্ষে ০২ (দুই) বছরের পূর্ব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১৭,৬১০ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।
বি:দ্র: মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা প্রকল্প পরিচালক, এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরােসায়েন্সেস এন্ড হসপিটাল, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদনপএ ডাকযােগে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২১ তারিখ বিকাল ০৫:০০ পর্যন্ত আবেদন করা যাবে।
আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
১. নিয়ােগপ্রাপ্ত জনবলের অনুকূলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১১ শাখার স্মারক নং-০৭.১১১.০৩১.০১.০০.০০৫.২০১০-৫০০ তারিখঃ-১৮/১২/২০১৯খ্রিঃ মােতাবেক সরকার কর্তৃক নির্ধারিত টাকা পরিশােধ করা হবে।
২. পিপিআর-২০০৮, পিপিএ-২০০৬ অনুযায়ী জনবল নির্বাচন করা হবে।
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (ডাটা এন্ট্রি অপারেটর) এর ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত কপি, ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভা মেয়র/কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্বের সনদ ও মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভা মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে।
৪. ড্রাইভার-এর ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা, ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভা মেয়র/কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্বের সনদ ও মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারীকে সাময়িক সনদ এবং গেজেটের সত্যায়িত কপি/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভা মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে।
৫.আবেদনকারীকে “পিডি, এক্সপানশন অব এনআইএনএস এন্ড এইচ” এর অনুকূলে উক্ত তিনটি পদের জন্য ৫০০/- (পাচঁশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য)-এর মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৬. আবেদন আগামী ২০/০৫/২০২১খ্রিঃ তারিখ বেলা ৫:০০ ঘটিকার মধ্যে ডাকযােগে প্রকল্প পরিচালক, এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরােসায়েন্সেস এন্ড হসপিটাল, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন পৌঁছাতে হবে।
৭. ২৭/০৪/২০২১খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৩০ বৎসর হতে হবে। তবে, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
৮. ০৩ (তিন)টি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হবে। ড্রাইভার পদের জন্য ব্যবহারিক পরীক্ষায় (Practical Test) উত্তীর্ণ না হলে নিয়ােগের জন্য যােগ্য হবে না।
৯. মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি এবং আবেদন পত্রের সাথে সংযুক্ত কাগজপত্রের মূল কপি দাখিল করতে হবে।
আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি
১০. যেহেতু আউটসাের্সিং নীতিমালা-২০১৮ এর ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগ সেহেতু যে ব্যক্তিকে নিয়ােগ করা হবে তার সাথে নিয়ােগকারী কর্তৃপক্ষ সম্পূর্ণ অস্থায়ী চুক্তি সম্পাদন করবে বিধায় এই নিয়ােগ কোনক্রমেই সরকারি নিয়ােগ হিসেবে গণ্য হবে না। কেউ সরকারি নিয়ােগ হিসেবে দাবি করলেও তা অবৈধ ও আইনত অগ্রাহ্য হিসেবে গণ্য হবে।
১১. আউটসাের্সিং পদ্ধতিতে নিয়ােজিত কোন কর্মচারীর অদক্ষতা, অবহেলার কারণে অত্র প্রতিষ্ঠানের কোন মূল্যবান জিনিসপত্র বা সম্পদের ক্ষতি হলে তার দায় নিয়ােগপ্রাপ্তকে বহন করতে হবে।
১২. স্বহস্তে লিখিত/টাইপকৃত আবেদনপত্র, শিক্ষাগত যােগ্যতার সনদ, সদ্যতােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি ও অভিজ্ঞতার প্রমাণকের সত্যায়িত কপি আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।
১৩. প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ে যাদের আবেদন বিবেচিত হবে কেবলমাত্র তাদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪. আউটসাের্সিং-এর মাধ্যমে আউটসাের্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ ও আউটসাের্সিং-এর বিষয়ে সময়ে সময়ে জারিকৃত আইন, বিধিমালা, নির্দেশনা ইত্যাদি অনুসারে সেবাগ্রহীতার সাথে চুক্তি পরিচালিত হবে।
১৫. সার্ভিস গ্রহীতার সাথে সরাসরি চুক্তি সম্পাদিত হবে। কোন নিয়ােগপত্র ইস্যু করা হবে না।
১৬. নিয়ােগপ্রাপ্ত/চুক্তিবদ্ধ ব্যক্তি বেতন কলামে পদের বিপরীতে বর্ণিত বেতন ব্যতীত অন্য কোন আর্থিক সুবিধা দাবি করতে পারবে না।
১৭. যেহেতু আউটসাের্সিং পদ্ধতিতে সম্পূর্ণ অস্থায়ী নিয়ােগ সেহেতু নিয়ােগপ্রাপ্ত/চুক্তিবদ্ধ ব্যক্তির চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের আদৌ কোন সম্ভবনা নেই।
১৮. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন প্রকার কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
১৯. কর্তৃপক্ষ নিয়ােগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে কারণ দর্শানাে ছাড়া নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
২০. বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল প্রকল্পের ওয়েবসাইটে (www.nins.gov.bd) পাওয়া যাবে।
আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Jobs News পেজে ভিজিট করুন।
আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল চাকরির খবর ২০২১
Post Related Things: আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি 2021, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল চাকরির খবর ২০২১, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি 2021, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল জব সার্কুলার 2021, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি,
নিয়োগ বিজ্ঞপ্তি, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি 2021, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, আউটসাের্সিং বিজ্ঞপ্তি, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ ২০২১, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি, আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল নিয়ােগ, Outsourcing job circular, Outsourcing job circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
আউটসাের্সিং প্রক্রিয়ায় জনবল জব সার্কুলার 2021
Related Tag: চাকরির খবর, চাকরির বাজার, সরকারী চাকুরির বিজ্ঞাপন, প্রতি সপ্তাহের চাকুরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকুরির বিজ্ঞাপন, চাকুরির সংবাদ, bd job news today, bd job news today 2021, jobstoday bd, Bd Job Circular 2021, today job news, govt job circular, daily job circular, bd jobs circular and it tech, chakrirdak, chakrir khobor, chakri, job news bd, chakrir bazar,job,bd job circular 2021, weekly job circular, weekly bd job circular, চাকুরির বিজ্ঞাপন, job circular, bd job circular, bd jobs, latest job circular, job circular 2021, latest govt job circular, govt jobs in bd,
jobs in Bangladesh bd govt jobs,bd govt job circular,job circular in Bangladesh,all jobs bd newspaper,ngo job circular,bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor,engineering job in Bangladesh, job bangladesh 2021,job at Bangladesh, job circular in Bangladesh, job opportunities in Bangladesh,top jobs in Bangladesh,news paper jobs, bangladesh job news, job news Bangladesh, daily education, all bd govt job, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা।