পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ ২০২২: প্রতিবারের মত এইবার ও পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই সরকারী প্রতিষ্ঠানটি ৩ টি পদে ১৩ থেকে বেশি জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের জন্য নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
Plandiv Job Circular 2022
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | পরিকল্পনা মন্ত্রণালয় |
চাকরির ক্যাটাগরি: | সরকারি চাকরি |
পদের সংখ্যা: | ৬ টি। |
লোক সংখ্যা: | ৩৩ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক,এইচএসসি, এসএসসি |
গ্রেড: | ১৩,১৬,১৭,১৯,২০ |
আবেদনের শুরুর তারিখ: | ২১ ডিসেম্বর ২০২১ তারিখ |
আবেদনের শেষ তারিখ: | ১০-১-২০২২ তারিখ |
আবেদনের মাধ্যম: | plandiv.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://mop.gov.bd/ |
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা।
পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয়এ ৩ পদ খালি আছে। এই ৬ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।
জব ডিটেলস:
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৪ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা। বয়স: ১৮-৩০ বছর
পদের নাম: সর্টার
পদ সংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স: ১৮-৩০ বছর
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৮ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স: ১৮-৩০ বছর
পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022
আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:
- Online আবেদনপত্রে প্রার্থীতার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৮০) Pixel, (Jpg Format), File size maximum 60kb ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) Pixel, (Jpg Format), File size maximum 100kb এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
- বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
- টিএ/ডিএ প্রদান করা হবে না।
- আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা plandiv.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর তারিখ ও সময়: ৬-১১-২০২২ তারিখ সকাল ১০.০০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ ও সময়: ২০-১১-২০২২ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত আবেদন করা যাবে।
পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ ২০২২
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
পুরোনো বিজ্ঞপ্তি
পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ
আবেদনের নিয়মাবলি/নিয়ােগ সংক্রান্ত শর্তাবলি:
১। আবেদন শুরুর (২১ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ) তারিখে ন্যূনতম বয়স ১৮ বছর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৩, তারিখঃ ১৯/০৮/২০২১ খ্রিস্টাব্দ মােতাবেক ২৫/০৩/২০২০ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা:
ক) সকল প্রার্থীর (বীর মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে ৩০ বছর।
খ) বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
গ) বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর।
ঘ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
২। বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযােগ্য।
৩। ক) নিয়ােগ বিজ্ঞপ্তির ১, ২ ও ৬ নং ক্রমিকে বর্ণিত পদসমূহ “বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং ননগেজেটেড কর্মচারী) নিয়ােগ বিধিমালা, ২০১৪ (সংশােধিত)” দ্বারা নিয়ন্ত্রিত হবে।
খ) নিয়ােগ বিজ্ঞপ্তির ৩ নং ক্রমিকে বর্ণিত পদ “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়ােগ বিধিমালা, ২০১৯ দ্বারা নিয়ন্ত্রিত
গ) নিয়ােগ বিজ্ঞপ্তির ৪ ও ৫ নং ক্রমিকে বর্ণিত পদসমূহ “পরিকল্পনা বিভাগ (কর্মকর্তা ও কর্মচারী) নিয়ােগ বিধিমালা, ২০১৫” দ্বারা নিয়ন্ত্রিত হবে।
৪। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৫। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন। তবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূলকপি দাখিল করতে হবে।
৬। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়ােগ বিধি মতে লিখিত, ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে)/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৭। চাকরির জন্য আবেদন আগামী ২১ ডিসেম্বর, ২০২১ তারিখ সকাল ১০.০০ টা হতে ১০ জানুয়ারি, ২০২২ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযােগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযােগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
৮। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক)সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযােগ্য কাগজপত্রের তালিকা নিম্নরুপ:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রসহ ০২(দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি;
খ) সকল শিক্ষাগত যােগ্যতার সনদ;
গ) সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
ঘ) সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
ছ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ, বাংলাদেশ গেজেট এবং লাল মুক্তিবার্তার সত্যায়িত ফটোকপি;
পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ
জ) আবেদনকারী বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার সন্তান এবং বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
ঝ) মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।
৯। বিজ্ঞাপনে উল্লিখিত পদপদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।
১০। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি বিধান এবং পরবর্তীতে এতদসংক্রান্ত বিধি-বিধান কোনরূপ সংশােধন হলে তা অনুসরণ করা হবে।
১১। যদি কোনাে প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনাে ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যােগ্য হিসেবে বিবেচিত হবেন না।
১২। পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে তে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়ােগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। যে কোন তদবির প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে। কোন প্রার্থী তথ্য গােপন করে চাকরি গ্রহণ করলে নিয়ােগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪। চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সরকারি হাসপাতাল থেকে নিজ নিজ তত্ত্বাবধানে ডােপ টেষ্ট করাতে হবে। উক্ত টেষ্ট পজিটিভ হলে নিয়ােগপত্র বাতিল বলে গণ্য হবে।
১৫। পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ এ পত্রিকা ছাড়াও পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে (www.plandiv.gov.bd) এবং www.plandiv.teletalk.com.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফলাফল পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে (www.plandiv.gov.bd ) প্রকাশ করা হবে এবং পরীক্ষার সময়সূচি এসএমএস এর মাধ্যমেও জানানাে হবে।
১৬। পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ এর পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৭। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
১৮। নিয়ােগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনাে শর্ত বা অনুচ্ছেদ সংশােধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১৯। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী:
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://plandiv.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online- এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০০ টা।
ii) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০ জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) Online- আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।
ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনাে প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ 2021
ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User Id, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী ডাউনলােডপূর্বক প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s copy-তে একটি User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুটি) SMS করে ক্রমিক ১, ২, ৩ ও ৪ নং পদসমূহের জন্য আবেদন ফি ১০০/- টাকা+ Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ সর্বমােট ১১২/- (একশ বার) টাকা এবং ক্রমিক ৫ ও ৬ নং পদসমূহের জন্য আবেদন ফি ৫০/- টাকা+ Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ সর্বমােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online- আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না’।
প্রথম SMS: PLANDIV <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: PLANDIV ABCDEF
Reply : Applicant’s Name, Tk. 56 Will be charged as an application fee. Your PIN is 12345678. To pay fee Type PLANDIV Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: PLANDIV <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: PLANDIV YES 12345678
Reply : Congratulations Applicant’s Name, payment completed successfully for PLANDIV Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxx XXX)
চ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ) শুধু Teletalk pre-paid মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i) User ID জানা থাকলে: PLANDIV <space> Help <space> User <space> User ID & Send to 16222 Example: PLANDIV Help User 12345678 Send to 16222
ii) PIN Number জানা থাকলে : PLANDIV <space> Help <space> PIN <space> PIN No & Send to 16222 Example: PLANDIV Help PIN 12345678 Send to 16222
ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনাে মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.quary@teletalk.com.bd ই-মেইলে। যােগাযােগ করা যাবে।
*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।
অন্যান্য চাকরির খবর জানুন…
- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PKSF Job Circular 2023
- বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । Bashundhara Group Job Circular 2023
- বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BGB Job Circular 2023
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩ সার্কুলার – DU Job Circular 2023
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি (ডুয়েট) ২০২৩ । DUET Job Circular 2023
#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন