Telephone Shilpa Sangstha Limited Job Circular 2021
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: ডাক ও টেলিযােগাযােগ বিভাগ-এর আওতাধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড এর শূন্য পদে নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে http://tss.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রতিবারের মত এইবার ও টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ১৭ টি পদে ৫৯ জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | ১৭ টি। |
লোক সংখ্যা: | ৫৯ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতকোত্তর, স্নাতক, এইচ.এস.সি |
গ্রেড: | ৪,৫,৬,৭,৯,১০,১১ |
আবেদনের শুরুর তারিখ: | ১০ আগস্ট ২০২১ তারিখ |
আবেদনের শেষ তারিখ: | ০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ |
আবেদনের মাধ্যম: | tss.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://www.tss.com.bd/ |
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পদের নাম: কোম্পানি সচিব
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/এমবিএ।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছরের কর্ম অভিজ্ঞতা (সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের কর্ম অভিজ্ঞতাসহ)।
বেতন স্কেল: ৫৫৯০০-৮৬০৫১ টাকা।
বয়স: ৪০-৪৫ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: উপ মহাব্যবস্থাপক(কারিগরি)
পদ সংখ্যা: ০৩ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে তড়িৎ ও ইলেকট্রনিক্স, (বিভাগীয় যান্ত্রিক বা কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছরের কর্ম অভিজ্ঞতা (আইটি/টেলিকম ৬ বছরের কর্ম অভিজ্ঞতাসহ)।
বেতন স্কেল: ৫৫৯০০-৮৬০৫১ টাকা।
বয়স: ৪০-৪৫ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: উপ মহাব্যবস্থাপক(অর্থ ও হিসাব)
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে স্নাতক (বানিজ্য)/স্নাতকোত্তর (বাণিজ্য)।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছরের কর্ম অভিজ্ঞতা (হিসাব ব্যবস্থাপনায় ৬ বছরের কর্ম অভিজ্ঞতাসহ)।
বেতন স্কেল: ৫৫৯০০-৮৬০৫১ টাকা।
বয়স: ৪০-৪৫ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: প্রােগ্রামার
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: সফটওয়ার এন্ড অ্যাপস-এ ৪ বছরের কর্মঅভিজ্ঞতা থাকা আব্যশক।
বেতন স্কেল: ৪৬১৫০-৭৬৮৩৬ টাকা।
বয়স: ৩৫-৪০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: সহকারি প্রােগ্রামার
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে তড়িৎ ও ইলেকট্রনিক্স, যান্ত্রিক বা কম্পিউটার সায়েন্স, ইসিই, ইটিই প্রকৌশল বিষয়ে স্নাতক।
অভিজ্ঞতা: সফটওয়ার এন্ড অ্যাপস-এ কর্মঅভিজ্ঞতা থাকা আব্যশক।
বেতন স্কেল: ২৮৬০০-৬৫৫88 টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: সহকারি ব্যবস্থাপক (কারিগরি)
পদ সংখ্যা: ১১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে তড়িৎ ও ইলেকট্রনিক্স, যান্ত্রিক বা কম্পিউটার সায়েন্স, ইসিই, ইটিই প্রকৌশল বিষয়ে স্নাতক।
বেতন স্কেল: ২৮৬০০-৬৫৫88 টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: সহকারি ব্যবস্থাপক (সাধারণ)
পদ সংখ্যা: ০২ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে স্নাতক অথবা এমবিএ।
বেতন স্কেল: ২৮৬০০-৬৫৫88 টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক (কারিগরি)
পদ সংখ্যা: ১৮ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে পলিটেকনিক ইন্সস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল: ২০৮০০-৪৭৬৬৩ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক (সাধারণ)
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে স্নাতক অথবা বিবিএ
বেতন স্কেল: ২০৮০০-৪৭৬৬৩ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক (হিসাব)
পদ সংখ্যা: ০২ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে স্নাতক (বানিজ্য) অথবা বিবিএ
বেতন স্কেল: ২০৮০০-৪৭৬৬৩ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক (অডিট)
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে স্নাতক (বানিজ্য) অথবা বিবিএ
বেতন স্কেল: ২০৮০০-৪৭৬৬৩ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: কনিষ্ঠ হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০২ টি ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বানিজ্য) কিংবা সমমান ।
অভিজ্ঞতা: ২ বছরের কর্ম অভিজ্ঞতা ।
বেতন স্কেল: ১৪৬৯০-৩৩৬৫৯ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ০২ টি ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বানিজ্য) কিংবা সমমান ।
অভিজ্ঞতা: ২ বছরের কর্ম অভিজ্ঞতা ।
বেতন স্কেল: ১৪৬৯০-৩৩৬৫৯ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান বিভাগ) কিংবা সমমান।
অভিজ্ঞতা: ১ বছরের কর্ম অভিজ্ঞতা ।
বেতন স্কেল: ১৩২৬০-৩০৩৮০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: অফিস সহকারি
পদ সংখ্যা: ০২ টি ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি কিংবা সমমান ।
অভিজ্ঞতা: ১ বছরের কর্ম অভিজ্ঞতা ।
বেতন স্কেল: ১৩২৬০-৩০৩৮০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: বিক্রয় সহকারি
পদ সংখ্যা: ০৫ টি ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি কিংবা সমমান ।
অভিজ্ঞতা: ১ বছরের কর্ম অভিজ্ঞতা ।
বেতন স্কেল: ১৩২৬০-৩০৩৮০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
পদের নাম: টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০৫ টি ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) কিংবা সমমান । বিভাগীয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযােগ্য।
বেতন স্কেল: ১২০৯০-২৭৬৯৭ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য)।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা tss.teletalk.com.bd মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ অপরাহ্ন ৫:০০ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে।
নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
১। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদ বিবেচ্য হবে এবং এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। প্রার্থী এসএসসি উত্তীর্ণ না হলে জন্ম নিবন্ধন সনদ বয়সের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। সকল ক্ষেত্রে ১০-০৮-২০২১ খ্রিঃ তারিখের বয়স বিবেচনা করা হবে।
২। টেশিসের নিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়ােজিত কর্মচারী বিভাগীয় প্রার্থী মর্মে বিবেচিত হবেন। ০১ – ০৪ নং ক্রমিকের বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থী এবং ০৫ -১৭ নং ক্রমিকের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫ (পাঁচ) বছর শিথিলযােগ্য।
৩। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। ৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
(ক) প্রার্থী http://tss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: (i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০-০৮-২০২১ খ্রিঃ, সকাল ১০ টা (ii) Online-এ আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯-০৯-২০২১ খ্রিঃ, বিকাল – ৫ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ আবেদন ফি জমা দিতে পারবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিবেন: ক্রমিক ০১ নং থেকে ০৪ নং পদের জন্য আবেদন ফি :১০০০ (এক হাজার) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২০ (একশত বিশ) টাকা সহ মােট ১,১২০ (এক হাজার একশত বিশ) টাকা (অফেরতযােগ্য); ক্রমিক ০৫ নং থেকে ০৭ নং পদের জন্য আবেদন ফি : ৮০০ (আটশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৯৬ (ছিয়ানব্বই) টাকা সহ মােট ৮৯৬ (আটশত ছিয়ানব্বই) টাকা (অফেরতযােগ্য);
ক্রমিক ০৮ নং থেকে ১১ নং পদের জন্য আবেদন ফি : ৭০০ (সাতশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৮৪ (চুরাশি) টাকা সহ মােট ৭৮৪ (সাতশত চুরাশি) টাকা (অফেরতযােগ্য); এবং ক্রমিক ১২ নং থকে ১৭ নং পদের জন্য আবেদন ফি : ৫০০/-(পাঁচশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬০/-(ষাট) টাকা সহ মােট ৫৬০/(পাঁচশত ষাট) টাকা (অফেরতযােগ্য)। বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবেনা।
প্রথম SMS: TSS <space> User ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: TSS ABCDEF Reply: Applicant’s Name, Tk.1,120/896/784/560 will be charged as application fee. Your PIN is 12345678. To pay free type TSSYesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: TSS<space>Yes <space>PIN লিখে send করতে হবে 16222. Example: TSS Yes 12345678
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://tss.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময় প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;
(জ) শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন
(i) User ID জানা থাকলে TSS<space>Help <space> User ID send to 16222 Example: TSS Help User ABCDEF & send to 16222
(ii) PIN Number জানা থাকলে: TSS <space> Help <space> PIN <space> PIN No & send to 16222 Example: TSS Help PIN 12345678 & send to 16222
(ঝ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: TSS, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
(ঞ) অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৫। অসম্পূর্ণ/ত্রটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৬। প্রার্থী কোন তথ্য গােপন করলে বা আবেদনে ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনপত্র/নিয়ােগাদেশ (নিয়ােগপ্রাপ্ত হলে) বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন রকম ভ্রমণ বা দৈনিক ভাতা/টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮। আবেদনপত্র গ্রহণ/বাতিল, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৯। নিয়ােগপ্রাপ্তির জন্য কোনাে প্রকার তদবির প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।
১০। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের পরামর্শ দেয়া যাচ্ছে।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড চাকরির খবর ২০২১
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের “Jobs News” পেজে ভিজিট করুন।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড জব সার্কুলার ২০২১
Post Related Things: টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড চাকরির খবর ২০২১, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি 2021, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড জব সার্কুলার ২০২১, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি২০২১, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি 2021, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড নিয়োগ ২০২১, টেশিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Telephone Shilpa Sangstha Limited Job Circular 2021, TSS Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
“টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) সম্পর্কে কিছু কথা”
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ইতিহাস ও ক্রমবিকাশ রাজবাড়ী পৌরসভাটি ১৯১৩ সালে স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠানের নাম ছিল টাউন কমিটি। পরবর্তীতে ১৯২৩ সালে এর নাম হয় রাজবাড়ী মিউনিসিপ্যালিটি। তথ্যানুসন্ধানে দেখা যায় ১৬ জন মিউনিসিপ্যাল কমিশনারের সমন্বয়ে যে বোর্ড গঠিত হতো তার দ্বারা মিউনিসিপ্যালিটি পরিচালিত হতো। উক্ত মিউনিসিপ্যালিটি থেকে দি মিউনিসিপ্যাল অর্ডিন্যান্স এ্যাক্ট ১৯৬০ এর বলে রাজবাড়ী টাউন কমিটিতে পূণর্বিন্যাস করায় তা টাউন কমিটি নামে পূণর্গঠিত হয়।
টাউন কমিটির এরিয়া ছিল ৩.৫ বর্গ মাইল এবং লোকসংখ্যা ছিল ১৬,০৬০ জন। টাউন কমিটি এর চেয়ারম্যানসহ ১৩ জন মেম্বার দ্বারা পরিচালিত হতো। এর প্রধান আয়ের উৎস ছিল হোল্ডিং ট্যাক্স। ১৯৭২ সালে বাংলাদেশ লোকাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কমিটি ১৯৭২ এর আদেশ বলে রাজবাড়ী মিউনিসিপ্যালিটি রাজবাড়ী পৌরসভায় পরিনত হয়। পরবর্তীতে তা প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। উল্লে¬খ্য যে, তৎকালীন চেয়ারম্যান জনগনের প্রত্যক্ষ ভোটে নিযুক্ত হতেন না। কমিশনারগন চেয়ারম্যান নির্বাচিত করতেন। অতঃপর ১৯৫৩ সাল হতে জনগনের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ষাট এর দশক থেকে রাজবাড়ী পৌরসভায় ভৌত অবকাঠামোসহ শহরের ছোঁয়া লাগতে শুরু করে। ১৯৬২ সালে রাজবাড়ী প্রধান সড়কটি নির্মিত হয়।
পরবর্তীকালে বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় শহরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সাথে বিশেষ করে পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট, ড্রেন, মার্কেট, বাজার সমপ্রসারণ, শিশুপার্ক, শিশু হাসপাতাল ইত্যাদি নির্মিত/স্থাপিত হওয়ায় শহরের শ্রীবৃদ্ধিসহ পরিপূর্ণ শহরে পরিণত হয়। এছাড়া শহরের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও পর্যাপ্ত সড়ক বাতি, স্যানিটেশন এবং শহর পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি নাগরিক সুবিধাদির ফলে এই শহরে জনবসতির হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সে সাথে বিপুল সংখ্যক পাকা ইমারত/বাড়ীঘরও নির্মিত হয়েছে। উল্লে¬খ্য যে, এই সমস্ত সুযোগ-সুবিধার কারণে পৌর এলাকা স¤প্রসারিত হয়েছে এবং পৌর এলাকাকে তিনটি ওয়ার্ডের স্থলে নয়টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। শহর সৌন্দর্যের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য হিসাবে শহরের প্রাণকেন্দ্র দিয়ে অতিবাহিত মাঝখানে বৃক্ষ শোভিত একমূখী প্রধান সড়কটি চিহ্নিত করা যায়। পৌরসভা অধ্যাদেশ/১৯৭৭ অনুযায়ী পৌরসভাগুলি পরিচালিত হয়ে আসছিল।
Vision
To be the premier company as Submarine Cable Telecommunications service provider in nationwide bridging the digital divide and bringing Internet to the doorsteps of the rural people of Bangladesh at affordable price.
Mission
- To provide uninterrupted and quality broad-spectrum telecommunication services in transparent and competitive manner using state-of-the art technology
- To provide Bandwidth service for all kinds of international voice and data circuits through the submarine cable and optical fiber networks.
- To connect Bangladesh to the global information super highway.
- To strengthen the national ICT sector.
- To help the people of Bangladesh getting full benefit of all the Telecommunications & IT related services.
Source: http://www.bsccl.com/vis_mis